শিরোনাম
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশে ফিরেছেন সাকিব

বিকেএসপিতে যাওয়ার আগে করোনা পরীক্ষা দিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। রেজাল্ট নেগেটিভ হলেই তিনি অনুশীলন শুরু করবেন দুই ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম ও সালাউদ্দিনের কাছে

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরেছেন সাকিব

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন সাকিব আল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন বুধবার মধ্যরাত আড়াইটায় কাতার এয়ারওয়েজে। ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে যাওয়ার কথা তার। সেখানে তিনি অনুশীলন করবেন। অবশ্য বিকেএসপি যাওয়ার আগে করোনা পরীক্ষা দিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। রেজাল্ট নেগেটিভ হলেই তিনি অনুশীলন শুরু করবেন দুই ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। দেশে ফিরে টাইগারদের সাবেক অধিনায়ক বনানীর নিজের বাড়িতে উঠেছেন। আজ কভিড-১৯ টেস্ট করার কথা সাবেক অধিনায়কের।

২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তিন জাতির টুর্নামেন্টের দুটি ম্যাচ এবং  আইপিএলের একটি ম্যাচে বাজিকরদের সঙ্গে যোগাযোগ হয়েছিল সাকিবের। সেই তথ্য লুকিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসুকে না জানানোর অভিযোগ সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ হন সাকিব। যার এক বছর আবার স্থগিত নিষেধাজ্ঞা। বাকি এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে ২৯ অক্টোবর তিনি মাঠে ফিরবেন। নিষেধাজ্ঞা শেষে সাকিব ক্রিকেটে ফিরবেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। নিষিদ্ধ থাকায় ২৩ অক্টোবর শুরু প্রথম টেস্ট খেলতে পারবেন না। তবে দ্বিতীয় টেস্ট থেকে তিনি পুরোপুরি মুক্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছুদিন আগে জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব। সেজন্যই তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেন। তবে নিষিদ্ধ থাকায় ২৮ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন না। সাকিব মার্কিন যুক্তরাষ্ট্র যান মার্চে। সেখানে এতদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। এর মাঝেই তিনি দ্বিতীয় সন্তানের বাবা হন। সাকিব ফিরেছেন দেশে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন। তার ফেরা নিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পর। তার আগে নয়। আইসিসি থেকে যেহেতু নিষেধাজ্ঞা আছে, তাই সবার কাছে অনুরোধ তার বিপক্ষে কিছু যায়, তেমন কিছু না করা। যাতে আকসুর নিয়মের বাইরে কিছু না যায়। জাতীয় দল তার সঙ্গে কাজ করবে ২৯ অক্টোবরের পর। তার আগে যদি আমাদের কোচরা তাকে সহায়তা করতে চায়, তাহলে সেটা ব্যক্তিগত উদ্যোগে করতে হবে।’

দেশে ফিরেছেন গতকাল। ৫ তারিখে যাবেন বিকেএসপি। সেখানে তিনি সম্পূর্ণ আলাদাভাবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, রানিং ও জিম করবেন। অনুশীলনের পরিকল্পনা করে দিবেন তার ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম। পরিচালনা করবেন সালাউদ্দিনসহ বিকেএসপির অপরাপর কোচরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর