বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বার্সেলোনায় মেসির বাবা

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনায় মেসির বাবা

লিওনেল মেসি কোথায় যাবেন? নাকি বার্সেলোনাতেই থেকে যাবেন? বার্সেলোনা ছাড়লে কী ধরনের শর্তে তিনি যেতে পারবেন? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই গতকাল আর্জেন্টিনার রোসারিও থেকে বার্সেলোনায় এসেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। তিনি মেসির এজেন্টেরও দায়িত্ব পালন করেন। বিমানবন্দরেই সংবাদকর্মীরা মেসির বাবাকে ঘিরে ধরেছিল। পরবর্তীতে গাড়িতে চাপার ঠিক পূর্ব মুহূর্তে সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের জবাবে তিনি কেবল বলেছেন, ‘আমি এখনো কিছুই জানি না।’ বার্সেলোনা প্রেসিডেন্ট যোসেফ মারিয়া বার্তোমিউর সঙ্গে সাক্ষাতেই হয়ত সবকিছুর জট খুলবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মিটিংয়ের ফল জানা যায়নি। মেসিকে দলে নেওয়ার জন্য অনেক ক্লাবই মুখিয়ে আছে। বিশেষ করে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু বার্সেলোনার অমতে মেসিকে দলে নিতে হলে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ খরচ করতে হবে। এত বিশাল অঙ্ক দিয়ে মেসিকে দলে নিতে পারবে কোনো ক্লাব? ইন্টার মিলান, জুভেন্টাস, পিএসজিও মেসিকে দলে পেতে আগ্রহী। কিন্তু সবার আগ্রহ কমে যাচ্ছে বিশাল অঙ্কের রিলিজ ক্লজের কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর