বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এবার মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

ক্রীড়া ডেস্ক

এবার মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

করোনাভাইরাসের কারণে গত মার্চের পর থেকে সব আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। অনেক টুর্নামেন্ট পিছিয়ে গেছে ২০২১ সাল পর্যন্ত। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ মাঠে ফিরছে। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগ। ইউরোপের ৫৫টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১৮ নভেম্বর শেষ হবে লিগ পর্ব। আগামী বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে অনুষ্ঠিত হবে নেশন্স লিগ ফাইনাল। নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ফাইনালে তারা হারিয়েছিল নেদারল্যান্ডসকে (১-০)।

দ্বিতীয় উয়েফা নেশন্স লিগ মাঠে গড়াচ্ছে আজ থেকে। প্রথমদিনই মুখোমুখি হচ্ছে ফেবারিট জার্মানি ও স্পেন। এ লিগের চার নম্বর গ্রুপে খেলছে দল দুটি। এই গ্রুপে এছাড়াও আছে ইউক্রেন ও সুইজারল্যান্ড। গতবার জার্মানি খেলেছিল এ লিগের এক নম্বর গ্রুপে। অন্যদিকে স্পেন খেলেছিল এ লিগের চার নম্বর গ্রুপে। দুই দলের কোনোটাই লিগ ফাইনাল নিশ্চিত করতে পারেনি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল মাঠে ফিরছে। এটা সমর্থকদের জন্য যেমন আনন্দের তেমনি ফুটবলার এবং কোচদের জন্যও। জার্মানির কোচ জোয়াকিম লো বলেছেন, ‘আমরা দারুণ আনন্দিত যে দল মাঠে ফিরেছে। আবারও আমরা আন্তর্জাতিক ফুটবল খেলতে পারব। গত কয়েকটা মাস আমাদের সবার জন্যই কঠিন ছিল।’ এদিকে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ তারকা গেরেথ বেলের দল ওয়েলস। তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। সবমিলিয়ে আজ দশটি ম্যাচ মাঠে গড়াবে উয়েফা নেশন্স লিগে। রাশিয়া-সার্বিয়া, তুরস্ক-হাঙ্গেরি, বুলগেরিয়া-আয়ারল্যান্ড, ফারো আইল্যান্ড-মাল্টা, লাটভিয়া-অ্যান্ডোরা, স্লোভেনিয়া-গ্রিস এবং মলদোভা-কসভোও মাঠে নামছে।

সর্বশেষ খবর