শিরোনাম
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন পেসার খেলানোর পক্ষে প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর বাংলাদেশ তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে। সফরে টেস্টে তিনজন পেসার খেলানোর চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচক বলেন, দেশে ৪/৫ জনের ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যাদের আমরা টেস্ট খেলার জন্য প্রস্তুত করে রেখেছি। এদের মধ্যে থেকেই খেলানো হচ্ছে। টিম কম্বিনেশেেনর জন্য আমরা সাধারণত উপমহাদেশে দুজন পেসার খেলাই। কিন্তু দেশের বাইরে গেলে তিনজন খেলাই।’ শ্রীলঙ্কা সফরে টিম ম্যানেজমেন্ট আলোচনা করেই একাদশ ঠিক করবে, ‘আমাদের একাধিক ভালোমানের পেসার রয়েছে। তাদের মধ্য থেকেই তিনজন খেলানো যেতে পারে।’ দলে মুস্তাফিজুর রহমান, এবাদত, আবু জায়েদ রাহী, সৈয়দ খালিদ, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো পেসার রয়েছেন।

সর্বশেষ খবর