শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বার্সেলোনাতেই থাকছেন মেসি

বিশ্বাসঘাতকতা করেছেন বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনাতেই থাকছেন মেসি

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা তার স্ত্রী ও বাচ্চাদের কাছে বলতেই এক অভাবনীয় ঘটনা ঘটে। স্ত্রী আন্তোনেলা অবাক হয়ে যান। বাচ্চারা কাঁদতে শুরু করে। বার্সেলোনাতেই যে গড়ে উঠেছে তাদের স্বপ্নের দুনিয়া! ‘গোল ডটকমে’র সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লিওনেল মেসি। এই সাক্ষাৎকারেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন আর্জেন্টাইন জাদুকর। জানিয়েছেন, বার্সেলোনাকে কোর্টে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। এ ক্লাবই যে মেসির জীবনের সবকিছু! আর ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজও দিতে চান না মেসি। এর অর্থই হলো, বার্সেলোনা সমর্থকরা অন্তত আরও একটা বছর মেসির গায়ে জার্সি দেখার সুযোগ পাবেন।

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন কি না এ নিয়ে গত কয়েক দিনে বেশ আলোচনা হয়েছে। এবার মেসি নিজেই মুখ খুললেন। প্রথমেই তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেন বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। ‘আমি সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে চাই। শিরোপা জিততে চাই। চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করতে চাই। আপনি জিততেও পারেন, হারতেও পারেন। কারণ, লড়াই খুব কঠিন। কিন্তু অন্তত লড়াই তো করতে হবে।’ মেসি আরও বললেন, ‘রোমে, লিভারপুলে আর লিসবনে আমরা ভেঙে পড়েছিলাম। অন্তত লড়াই করা উচিত ছিল। এসব কারণেই আমি সিদ্ধান্তটা (ক্লাব ছেড়ে যাওয়া) নিয়েছিলাম।’

বার্সেলোনা প্রেসিডেন্টের ব্যাপারে মেসি বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে সব সময়ই বলত, মৌসুম শেষ হলেই আমি সিদ্ধান্ত নিতে পারব। ইচ্ছে হলে থাকতে পারব। ইচ্ছে হলে চলে যেতে পারব। শেষ পর্যন্ত তিনি আর তার কথা রাখলেন না।’ তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম, এখন আমি মুক্ত। কারণ, প্রেসিডেন্টের কথার ওপর আস্থা রেখেই আমি ১০ জুনের আগে কিছু জানাইনি। আর তখন আমরা লা লিগার জন্য লড়াই করছিলাম।’ মেসি বার্সাতেই থাকার সিদ্ধান্ত নেওয়ার কারণ বলেছেন, ‘প্রেসিডেন্ট আমাকে বলেছেন, ক্লাব ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে। এটা অসম্ভব একটা ব্যাপার। অন্য একটা উপায় ছিল। কোর্টে যাওয়া। কিন্তু আমি কখনোই বার্সেলোনার বিপক্ষে কোর্টে যাব না। এটা এমন এক ক্লাব যাকে আমি খুবই ভালোবাসি।  যে ক্লাব আমাকে সবকিছুই দিয়েছে। এ ক্লাব আমার জীবনের সবকিছু। এখানেই আমার জীবনটাকে গড়েছি।’

গত মৌসুমটা খুব বাজে কেটেছে মেসির। তিনি বলেন, ‘বছরটা খুব কঠিন ছিল আমার জন্য। অনুশীলনে, ড্রেসিং রুমে, ম্যাচে আমি খুব কষ্ট করেছি। সবকিছুই আমার জন্য কেমন যেন কঠিন হয়ে পড়েছিল। এরপরই আমার কাছে মনে হয়েছিল, এবার নতুন লক্ষ্যে নতুন পরিবেশে চলে যাওয়া উচিত।’ পাশাপাশি মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম, বার্সেলোনায় আমার প্রয়োজন ফুরিয়েছে। এবার নতুনরা এসে স্থান দখলে নেবে। আমি সত্যিই দুঃখিত। কারণ, আমি বরাবরই বলে এসেছি, বার্সেলোনাতেই আমার ক্যারিয়ারটা শেষ করতে চাই।’

সাক্ষাৎকারজুড়ে মেসি বারবারই প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউর কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরেই নাকি মেসি বার্সা প্রেসিডেন্ট ক্লাব ছাড়ার ব্যাপারটা বলছিলেন। প্রেসিডেন্টও মেসিকে মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলছিলেন। শেষ পর্যন্ত কি তবে মেসির সঙ্গে বিশ্বাসঘাতকতাই করলেন মারিয়া বার্তোমেউ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর