রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেদারল্যান্ডসের জয়, ইতালির ড্র

ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডসের জয়, ইতালির ড্র

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তিও। অথচ উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে রবার্তো মানচিনির আজ্জুরিরা। শুক্রবার ফ্লোরেন্সে দলটি নেমেছিল টানা ১১ ম্যাচের রেকর্ড জয় নিয়ে। কিন্তু বসনিয়ার দৃঢ়তার সঙ্গে পেড়ে উঠেনি মানচিনি বাহিনী। ড্র করেছে ১-১ গোলে। নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে রোনাল্ড কোয়েম্যান কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার। শুক্রবার রাতে ইউরোপের আরেক ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডসের জয় আটকায়নি কোচ কোয়েম্যানের অনুপস্থিতিতে। গত আসরের রানার্সআপরা স্টেফেন বার্গউইনের গোলে হারিয়েছে রবার্তো লেভানভস্কির পোল্যান্ডকে।

অনিন্দ্য সুন্দর নগরী ফ্লোরেন্সের স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চি স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি খেলতে নেমেছিল ফেবারিট হয়ে। বাতিল হওয়া ইউরো ২০২০ আসরের সর্বশেষ ম্যাচে ৯-১ গোলে আর্মেনিয়াকে বিধ্বস্ত করার আত্মবিশ্বাস নিয়ে মানচিনি বাহিনী মুখোমুখি হয় বসনিয়ার। কিন্তু সেই আত্মবিশ্বাস জয়ের পথ তৈরি করতে পারেনি আজ্জুরিদের। ভাঙতে পারেনি সফরকারী বসনিয়ার রক্ষণভাগ। প্রথমার্ধে আর কোনো গোলের সুযোগ সৃষ্টি হয়নি। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোলের সুযোগ সৃষ্টি করে সফরকারীরা। ৫৩ মিনিটে দুরূহ কোণ থেকে বসনিয়ার স্ট্রাইকার আরমিন হজিচের শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর ৫৭ মিনিটে এগিয়ে যায় বসনিয়া। ব্যবধান ১-০ করে দেশটির সেরা স্ট্র্রাইকার এডিন জেকো। ৬৭ মিনিটে সমতা আনে ইতালি।

 

উয়েফা নেশন্স লিগ

ইতালি ১ : ১ বসনিয়া

নেদারল্যান্ডস ১ : ০ পোল্যান্ড

রোমানিয়া ১ : ১ উত্তর আয়ারল্যান্ড

অস্ট্রিয়া ২ : ১ নরওয়ে

ইসরায়েল ২ : ১ স্কটল্যান্ড

চেক রিপাবলিক ৩ : ১ স্লোভাকিয়া

কাজাখস্তান ২ : ০ লিথুনিয়া

আলবেনিয়া ২ : ০ বেলারুশ

মলদোভা ১ : ১ কসোভো

 

সর্বশেষ খবর