শিরোনাম
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জকোভিচের সহজ জয়

ক্রীড়া ডেস্ক

জকোভিচের সহজ জয়

জার্মানির জান লেনার্ড স্ট্রুফকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৬-১ সেটে হারিয়ে শিরোপা জয়ের পথে হাঁটছেন জকোভিচ। একই দিন ৪ ঘণ্টা ৩৬ মিনিটের দীর্ঘ লড়াইয়ে ২৭ নম্বর বাছাই ক্রোয়েশিয়ার বর্না করিক হতবাক করেছেন আসরের চতুর্থ বাছাই স্টেফানোস সিটতসিপাসকে। মেয়েদের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিতে চতুর্থ বাছাই নাওমি ওসাকাকে ঘাম ঝরাতে হয়েছে। ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওসাকা প্রথম সেট সহজেই জিতেছিলেন ইউক্রেনের ১৮ বছর বয়সী মার্তার বিপক্ষে। কিন্তু দ্বিতীয় সেটে মার্তা ঘুরে দাঁড়িয়ে জিতে ৭-৬ ব্যবধানে। তৃতীয় ও শেষ সেট মার্তা অবশ্য দাঁড়াতেই দেননি তরুণী মার্তাকে। ৬-২ গেমে উড়িয়ে দেন। নারী এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই নাওমি ওসাকা। ১৮ বছর বয়সী ইউক্রেনের মার্তাকে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-২ গেমে হারান জাপানের ওসাকা। মেয়েদের এককে জয় পেয়েছেন ৬ নম্বর বাছাই পেত্রা কেভিতোভা, জার্মানির অ্যাঞ্জেলিক কারবার, জেনিফার ব্রাডি। ৩৩ বছর বয়স্ক সার্বিয়ান তারকা জকোভিচ জিতেছেন ১৭টি গ্রান্ডস্ল্যাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর