রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

আলোচনা সদস্যপদ ঘিরেই

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের নির্বাচনে এখন আলোচনা সদস্যপদ ঘিরেই। কেননা বড় কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে। কাজী সালাউদ্দিনের প্যানেলে কারা নির্বাচন করবেন তা প্রকাশও হয়েছে। তবে প্যানেল না হলেও স্বতন্ত্রভাবে অনেকেই সদস্যপদে নির্বাচন করতে পারেন। এর মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনির নামও শোনা যাচ্ছে। এ দিকে সদস্য পদে একজন অভিজ্ঞ সংগঠকের নাম দেখে জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফফার বিস্ময় প্রকাশ করেছেন। ‘যিনি সংগঠক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। প্রায় ৫০ বছরে অভিজ্ঞতাসম্পন্ন এই লোক সদস্যপদে নির্বাচন করার খায়েশ জাগল কিভাবে? তিনি সভাপতি পদেও প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। অথচ সহ-সভাপতি পদে এমন একজনের নাম শোনা যাচ্ছে যিনি সদস্য হওয়ারও যোগ্যতা রাখেন না। আফসোস! প্রতি নির্বাচনেই তিনি জিতছেন। এতেই প্রমাণ মেলে ফুটবল কাদের হাতে জিম্মি।’

 ফুটবলকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর