রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এশিয়ান হকি ফেডারেশনের ঘোষণায় বাংলাদেশের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

যাদের জন্ম ১৯৯৯ সালে ১ জানুয়ারি। তারাও আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ এশিয়ান জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। শুক্রবার রাতে এশিয়ান হকি ফেডারেশন চূড়ান্তভাবে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ হকি ফেডারেশনকে জানিয়েছে। যেহেতু টুর্নামেন্ট চলতি বছরে জুনে হওয়ার কথা ছিল। তাই এশিয়ান হকি ফেডারেশন এ ছাড়ের কথা ভাবছিল। শুক্রবার বৈঠক করে অংশগ্রহণকারী দেশগুলোকে জানিয়ে দেয় ১ বা দেড় বছর বাড়লেও খেলোয়াড়রা বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবেন।

ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল বলেন, বিষয়টি নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। কেননা বাংলাদেশের নিয়মিত একাদশের প্রায় ৭ জন খেলোয়াড়ের জানুয়ারিতে বয়স ২২ হয়ে যাবে। এ অবস্থায় আমাদের দল গঠন গড়ায় মুশকিল হয়ে পড়ত। এশিয়ান হকি ফেডারেশনের সিদ্ধান্তে আমরা খুশি।

 

সর্বশেষ খবর