সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ছুটেই চলেছেন সেরেনা

ক্রীড়া ডেস্ক

ছুটেই চলেছেন সেরেনা

কোর্টে লড়াই করছেন সেরেনা উইলিয়ামস। বাবার কোলে চড়ে মায়ের খেলা উপভোগ করছেন ছোট্ট মেয়ে অলিম্পিয়া -এএফপি

ইউএস ওপেনে মেয়েদের এককে শিরোপার লক্ষ্যে ছুটে চলেছেন সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে অবশ্য সেরেনাভক্তরা বেশ ঘাবড়ে গিয়েছিল। প্রথম সেটে তিনি হেরেই যান স্বদেশি স্লোয়ান স্টিফেন্সের কাছে। তবে পরের দুই সেট জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে সেরেনা উইলিয়ামস। ম্যাচটা শেষ পর্যন্ত ২-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। চতুর্থ রাউন্ডে তিনি গ্রিক মেয়ে মারিয়া সাক্কারির মুখোমুখি হবেন। ২৪ নম্বর গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের লক্ষ্যে ছুটে চলেছেন সেরেনা।

এদিকে মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, সোফিয়া কেনিন, অ্যালাইজ কর্নেট এবং মারিয়া সাক্কারি। বেলারুশের আজারেঙ্কা তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ইগা সোয়াটেককে। এছাড়াও ফ্রান্সের অ্যালাইজ কর্নেট ওয়াকওভার পেয়েছেন মেডিসন কেইসের বিপক্ষে। মেয়েদের এককে দ্বিতীয় বাছাই সোফিয়া কেনিন ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিউনিসিয়ার ওনস জাবেয়ারকে।

পুরুষ এককে তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিখ থিয়েম। তিনি ৬-২, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে। চতুর্থ রাউন্ডে তিনি কানাডার ফেলিক্স অগারের মুখোমুখি হবেন। তৃতীয় বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভ ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেফরি জনকে। এছাড়াও পুরুষ এককের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন কানাডার ভ্যাসেক পসপিসিল এবং যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফো। ইউএস ওপেনে পুরুষ এককে শীর্ষ দশ বাছাইয়ের ৭ জন টিকে থাকলেও মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে টিকে আছেন কেবল পাঁচ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর