সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

ক্রীড়া ডেস্ক

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

গোল উৎসবে মেতেছেন পর্তুগিজ ফুটবলাররা -এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো ইনজুরির কারণে খেলতে পারেননি উয়েফা নেশন্স লিগে পর্তুগালের প্রথম ম্যাচে। তবে তার দল দারুণ জয় পেয়েছে। শনিবার গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। পর্তুগালের পক্ষে গোল চারটি করেন ক্যান্সেলো, জোটা, সেকুইরা এবং আন্দ্রে সিলভা। ক্রোয়েশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন পেটকোভিচ।

এদিকে উত্তাপ ছড়ানো ম্যাচে জয় নিয়েই বাড়ি ফিরেছে ইংল্যান্ড। শনিবার আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ২০১৬ সালের ইউরো কাপে এই আইসল্যান্ডের কাছেই পরাজিত হয়ে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ইংলিশরা। সেই আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। অবশ্য জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের। দুই দলেরই একজন করে ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন (ইংল্যান্ডের ওয়াকার ও আইসল্যান্ডের ইনগ্যাসন)। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে গোল করে ইংল্যান্ডকে জয় উপহার দেন ম্যানসিটি তারকা স্টারলিং। উয়েফা নেশন্স কাপে জয় পেয়েছে ফেবারিট ফ্রান্স এবং বেলজিয়ামও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে সুইডেনকে। ফ্রান্সের পক্ষে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে  জাতীয় দলের জার্সিতে ৩৫ ম্যাচে ১৪ গোল করলেন এমবাপ্পে। এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমান এক নম্বর বেলজিয়াম ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। বেলজিয়ামের পক্ষে একটি করে গোল করেন জেসন ডিনায়ার এবং ড্রিস মার্টিনস।

 

উয়েফা নেশন্স লিগ

সুইডেন ০-১ ফ্রান্স

আইসল্যান্ড ০-১ ইংল্যান্ড

পর্তুগাল ৪-১ ক্রোয়েশিয়া

ডেনমার্ক ০-২ বেলজিয়াম

জিব্রাল্টার ১-০ স্যান মেরিনো

এস্তোনিয়া ০-১ জর্জিয়া

নর্থ মেসিডোনিয়া ২-১ আরমেনিয়া

আজারবাইজান ১-২ লুক্সেমবার্গ

সাইপ্রাস ০-২ মন্টিনিগ্রো

সর্বশেষ খবর