সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পানিশূন্য জাতীয় সুইমিংপুল

ক্রীড়া প্রতিবেদক

চমকে ওঠার মতোই ঘটনা। সুইমিংপুল অথচ সেখানে পানির দেখা নেই। যা আছে তা বৃষ্টিতে জমে থাকা অল্প-স্বল্প। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের এখন এমন বেহাল দশা। যেখানে প্রতিদিন সুইমারদের অনুশীলনে মেতে ওঠার কথা সেখানে পুরো কমপ্লেক্সেই শূন্যতা। যেখানে দেশের নামকরা সাঁতারুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, সেখানের চেহারা দেখলে মনে হবে এ এক পরিত্যক্ত সুইমিংপুল। সদর গেটেও বড় তালা ঝুলছে। তবে সাংবাদিক পরিচয় দেওয়ায় ভিতরে ঢোকার অনুমতি মেলে। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ হতাশার সুরে জানালেন, কী করব, মার্চ মাস থেকে করোনাভাইরাসে পুরো কমপ্লেক্স অচল হয়ে পড়েছে। সুইমাররা অলস সময় পার করছেন।’

সাইফ বলেন, ‘যেহেতু সবকিছুই বন্ধ তাই পুলের পানি একেবারে খালি করা হয়েছে। পানি থাকলে আবার এডিস মশারও ভয় আছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশেই পানিশূন্য করা হয়েছে!’

সর্বশেষ খবর