সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তারুণ্যনির্ভর দল

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাস বিপত্তিতে প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট ম্যাচ সিরিজ দিয়েই সব ধরনের ক্রিকেটে ফিরছেন মুমিনুল, তামিম, মুশফিকরা। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজটিকে নিয়ে এখনো প্রস্তুতি শুরু হয়নি টাইগারদের। কোচিং স্টাফরা এখনো সবাই ঢাকায় এসে পৌঁছায়নি। তাই পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়নি। তবে সিরিজকে ঘিরে পরিকল্পনা কষে ফেলেছেন টিম ম্যানেজমেন্ট। যদিও ২২ কিংবা ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। সেটা হয়তো এই সপ্তাহেই করে ফেলবেন নির্বাচক প্যানেল। টেস্ট সিরিজ খেলতে টাইগাররা ঢাকা ছাড়বে ২৭ সেপ্টেম্বর। প্রথম টেস্টের সম্ভাব্য তারিখ ২৩ অক্টোবর।

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়ালা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তুশ গুণাথিলাকা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লাস্কান সান্দাকান, ল্যাসিথ এম্বুলদেনিয়া, দুভেন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্বয়া ফার্নান্দো, কাসুন রাজিথা ও অসিথা ফার্নান্দো

করোনাভাইরাসের জন্য বাংলাদেশের মতো দীর্ঘদিন পর ক্রিকেট খেলবে ‘দ্বীপরাষ্ট্র্র’ শ্রীলঙ্কা। সিরিজের জন্য দেশটি ক্রিকেট বোর্ড তারুণ্যদের প্রাধান্য দিয়ে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দলটির অধিনায়ক দিমুথ কারুণাত্নে। স্বাগতিক দল অনুশীলনে নামবে বৃহস্পতিবার।

সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সম্ভাব্য সূচি অনুযায়ী প্রথম টেস্টের প্রায় এক মাস আগে কলম্বো পৌঁছাবে মুমিনুল বাহিনী। প্রথম টেস্ট ২৩-২৭ অক্টোবর ক্যান্ডিতে। দ্বিতীয় টেস্টও ক্যান্ডিতে ৩১ অক্টোবর-৪ নভেম্বর।

সর্বশেষ খবর