সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই অধিনায়কের মনোনয়নপত্র ক্রয়

ক্রীড়া প্রতিবেদক

৩ অক্টোবর বাফুফের নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে চলেছে। প্রার্থী হতে অনেকে মনোনয়নপত্রও ক্রয় করেছেন। গতকাল সহ-সভাপতি ও সদস্যপদ মিলিয়ে ১১ জন মনোনয়নপত্র তুলেছেন। শেখ মুহম্মদ মারুফ হাসান সহ-সভাপতি ও সদস্য পদে জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, গোলরক্ষক আবদুল ওয়াদুদ পিন্টু, মো. আরিফ হোসেন মুন, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী রুবেল মনোনয়নপত্র ক্রয় করেন। এর মধ্যে জনি ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ১৯৯৩ সালে ঢাকাতেই সাফ গেমসে জাতীয় দলকে নেতৃত্ব দেন মুন। আজ শেষ দিনে হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করবেন। সবার দৃষ্টি সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কেউ মনোনয়নপত্র ক্রয় করেন কিনা। ধারণা করা হচ্ছে এ দুই পদে কাজী সালাউদ্দিন ও আবদুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

সর্বশেষ খবর