মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
‘ডিফেন্ডার’ রামোসের দুই গোল

স্পেনের বড় জয়

ক্রীড়া ডেস্ক

স্পেনের বড় জয়

বয়স মাত্র ১৮ ছুঁই ছুঁই। এই বয়সে অনেক ফুটবলার ক্যারিয়ার গঠনে ব্যস্ত থাকে। অথচ আনসু ফাতিহ এই বয়সেই স্পেনের জার্সি গায়ে চড়িয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। পরশু রাতে উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে গোল করে ভেঙে ফেলেছেন স্পেনের সবচেয়ে পুরনো ৯৫ বছরের রেকর্ডটি। ফাতিহ এখন স্পেনের সবচেয়ে কমবয়সী গোলদাতা। ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিনে গোল করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন হুয়ান এরাজকিন। পরশু রাতে বার্সেলোনার স্ট্রাইকার ফাতিহ গোল করেন ১৭ বছর ৩১১ দিনে। ফাতিহর দিনে স্পেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনকে। ইউক্রেন ম্যাচে রেকর্ড গড়লেও স্পেনের জার্সি গায়ে আনসু ফাতিহ’র অভিষেক হয় আগের ম্যাচের জার্মানির বিপক্ষে। স্পেন জয় পেলেও ধাক্কা খেয়েছে জার্মানি। আগের ম্যাচে শেষ মুহ‚র্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল স্পেন। পরশু রাতে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের সঙ্গে। নেশন্স লিগের অন্য ম্যাচগুলোতে রাশিয়া ৩-২ গোলে হাঙ্গেরিকে, ফিনল্যান্ড ১-০ গোলে আয়ারল্যান্ড, ওয়েলস ১-০ গোলে বুলগেরিয়া, গ্রিস ২-১ গোলে কসোভা, ফারো আইল্যান্ডস ১-০ গোলে এন্ডোরা  ও স্লোভেনিয়া ১-০ গোলে কসোভাকে হারায়। সার্বিয়া-তুরস্ক গোলশূন্য ও মাল্টা ১-১ গোলে ড্র করে লাটভিয়ার সঙ্গে। রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্পেনের পক্ষে গোল চারটি করেন সার্জিও র‌্যামোস ২টি, ফাতিহ ও তোরেস। সুইজারল্যান্ডের বিপক্ষে ১৪ মিনিটে গুনডোগানের গোলে এগিয়েছিল জার্মানি। ৫৮ মিনিটে সমতা আনে স্বাগতিক সুইজারল্যান্ড উইডমারের গোলে। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে স্পেন। এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউক্রেন এবং দুই পয়েন্ট নিয়ে তিনে জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর