মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুশফিকসহ ২২ ক্রিকেটারের করোনা পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

ঠিকঠাক মতোই চলছিল সবকিছু। স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং ভিন্ন ভিন্ন সময়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, মুমিনুল, মুস্তাফিজসহ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলন করে সবাই নিজেদের প্রস্তুত করে নিচ্ছিলেন শ্রীলঙ্কা সিরিজের জন্য। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন! ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করা একজন ট্রেনারের করোনা পজিটিভ এবং বেশ কয়েকজন গ্রাউন্ডসম্যানের করোনা উপসর্গ দেখা দেওয়ায় বিসিবি সাময়িকভাবে অনুশীলন বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরিকল্পনায়ও পরিবর্তন আনে। এর আগে ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করে হোটেলে উঠানোর পরিকল্পনা ছিল ক্রিকেট বোর্ডের। সেখানে পরিবর্তন এনে গতকাল হঠাৎ করেই শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য ২২ ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়। বাসায় যেয়ে যেয়ে করা পরীক্ষার ফল জানা যাবে আজ। নেগেটিভ ফল পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামীকাল পুরোদমে অনুশীলন শুরু হবে মিরপুরে। অবশ্য সাকিব আল হাসানের করোনা পরীক্ষা করেনি বিসিবি। নিষিদ্ধ থাকায় আইসিসির নিয়ম নীতির জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের পরীক্ষা করানো হয়নি। তবে ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করে সাকিব এখন বিকেএসপিতে অনুশীলন করছেন।

তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বো যাবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৩ অক্টোবর। মুমিনুল বাহিনী দেশে ফিরবে ১৩ নভেম্বর। ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর কথা ছিল ১৮ ও ২১ সেপ্টেম্বর। কিন্তু সময় স্বল্পতা ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে নির্ধারিত সময়ে আগে করোনা পরীক্ষার কথা বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান, ‘আমাদের পরিকল্পনায় ১৮ সেপ্টেম্বর পরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু সময় স্বল্পতা এবং ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে আজ (গতকাল) পরীক্ষা করানো হয়েছে ২২ ক্রিকেটারের। আগের সময়ে করলে আল্লাহ না করুন, যদি কারও পজিটিভ হতো, তাহলে বিপদে পড়ে যেতাম আমরা। এখন সময় পাব। এসব ভেবেই একটু আগে পরীক্ষা করেছি।’ পরীক্ষার ফল পাওয়া যাবে আজ। কাল থেকে ফের অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। কলম্বো যাওয়ার আগে আরও দুবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। গতকাল পরীক্ষা করানোর পর দেশবাসীর কাছে দোয়া চেয়ে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক বলেন, ‘এটি নতুন একটি পরীক্ষা। আমাদের জন্য দোয়া করবেন।’ দোয়া চেয়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও, ‘আল্লাহ যেন সহায় হন। ভয়ে আছি। যাতে বাজে কোনো ফল না আসে।’

আশার কথা হচ্ছে, পরীক্ষার আগে কোনো ক্রিকেটারেরই করোনা উপসর্গ ছিল না।

সর্বশেষ খবর