বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশের পরও...

ক্রীড়া প্রতিবেদক

প্রায় সাত মাস ধরে দেশের ক্রীড়াঙ্গন অচল হয়ে আছে। এখানে কারোর কিছু করার নেই। করোনাভাইরাসে বিশ্ব ক্রীড়াঙ্গনেও প্রায় একই অবস্থা। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান চেয়েছিলেন স্বল্প পরিসরে হলেও কিছু খেলা শুরু হোক। খেলোয়াড়দের মনকে চাঙ্গা রাখতে অন্তত অনুশীলনটা হোক। এক্ষেত্রে আরচারি ফেডারেশন আরচারদের করোনা টেস্ট করে পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছে। অন্যরা একেবারে নীরব। এমনকি রিং বেজে চললেও অনেক ফেডারেশনের সাধারণ সম্পাদকরা ফোনও রিসিভ করেন না।

ক্রীড়া প্রতিমন্ত্রী মূলত ইনডোর খেলার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। অথচ ক্রীড়া অভিভাবকের নির্দেশের পরও হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, জুডো, কুস্তি, বক্সিং, বাস্কেট বল, কারাতের কোনো তৎপরতা চোখে পড়ছে না। এক্ষেত্রে নাকি মূল বাধাটা কারোনা টেস্ট। অনুশীলনে নামাতে হলে ফেডারেশনের অর্থ দিয়ে করোনা পরীক্ষা করাতে হবে। যদি কেউ পজিটিভ শনাক্ত হন তাহলে ফেডারেশনকেই চিকিৎসার খরচ দিতে হবে।

 

সর্বশেষ খবর