বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে ফিরল ইতালি

ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে ফিরল ইতালি

আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল বসনিয়া হারজেগোভিনার সঙ্গে ড্র করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। সেই ধাক্কা সামলে উঠতে পরশু রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ ক্রুইফ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল ইউরোপের আরেক ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস। ডাচরা আবার আগের ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে মাতোয়ারা। পরশু রাতে দুই দল দুই অভিজ্ঞতা নিয়ে মুখোমুখি হয় পরস্পরের। দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে রবার্তো মানচিনির ইতালি ১-০ গোলে হারিয়ে জয়ের ট্রাকে ফিরেছে। এ জয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এবং এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। ইউরোপিয়ান নেশনস লিগের একই দিন পোল্যান্ড ২-১ গোলে বসনিয়া হারজেগোভিনাকে, নরওয়ে ৫-১ গোলে উত্তর আয়ারল্যান্ড, রোমানিয়া ৩-২ গোলে অস্ট্রিয়া, স্কটল্যান্ড ২-১ গোলে চেক রিপাবলিক, বেলারুশ ২-১ গোলে কাজাখস্তান ও লিথুনিয়া ১-০ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। এ ছাড়া ইসরায়েল-স্লোভাকিয়া ড্র হয়েছে ১-১ গোলে।

জয়ের জন্য মরিয়া হলেও দুই দল মধ্য মাঠকে শক্তিশালী করে খেলতে নেমেছিল। প্রতিপক্ষের মাঠ হলেও গতিশীল ফুটবল খেলেছে মানচিনির শিষ্যরা। শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা। ১২ মিনিটে প্রথম সুযোগ পায় ইতালি। কিন্তু নিকোলো বারেলার শট ডাচ ডিফেন্ডার ভেল্টম্যানের মাথায় লেগে দিক পরিবর্তন করে। ১৭ মিনিটে পুনরায় সুযোগ সৃষ্টি করেও গোল পায়নি সফরকারীরা। এভাবেই যখন চলছিল প্রথমার্ধ, তখনই যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন বারেলা। বা প্রান্ত থেকে ইমোবিলের ক্রসে হেড করে দলকে উচ্ছ্বাসে ভাসান বারেলা (১-০)। গোলের পরই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীযার্ধে স্বাগতিক ডাচরা ঘুরে দাঁড়ানো চেষ্টা করে। কিন্তু আজ্জুরিদের রক্ষণব্যুহের দৃঢ়তায় ম্যাচে ফেরা হয়নি নেদারল্যান্ডসের।

সর্বশেষ খবর