শিরোনাম
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আইপিএল কখনো এমন নিস্তব্ধ ছিল না

- বললেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক

আইপিএল কখনো এমন নিস্তব্ধ ছিল না

আইপিএল মানেই উত্তেজনা ও উন্মাদনায় ঠাসা এক টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার পরিস্থিতি পাল্টে গেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নীরব-নিস্তব্ধ পরিবেশে ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে সেলিব্রেটি এই টি-২০ টুর্নামেন্ট। আইপিএলের এমন প্রাণহীন পরিবেশ যেন পছন্দ হচ্ছে না বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলির। তিনি বলেন, ‘আইপিএল শুরুর পূর্বে এমন নিস্তব্ধ পরিবেশ আগে কখনোই দেখিনি।’

তবে বেঙ্গালুরুর জার্সিতে মাঠে ঠিকই দেখা যাবে এবি ডি ভিলিয়ার্স ও অ্যারোন ফিঞ্চের মতো বিশ্বসেরাদের।  প্রোটিয়া তারকা সম্পর্কে কোহলি বলেন, ‘তিনি দারুণ এক মানুষ। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। দারুণ নির্ভারও থাকেন। আশা করছি, এবারও দারুণ কিছু উপহার দেবেন।’ ‘অ্যারোন ফিঞ্চ খুবই অভিজ্ঞ। এছাড়াও আমাদের দলে আরও বেশ কয়েকজন বড় তারকা রয়েছেন। সব মিলে আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ।’

সর্বশেষ খবর