বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আবাহনী ও মোহামেডান বলে উত্তাপটা বেশি

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী ও মোহামেডান বলে উত্তাপটা বেশি

কাজী সালাউদ্দিন, বাদল রায়, আবদুস সালাম মুর্শেদী, শেখ মো. আসলাম ও শফিকুল ইসলাম মানিক। পাঁচ জনই দেশের ফুটবলে খুবই চেনা মুখ। যতদিন খেলেছেন দর্শকদের মন জয় করেছেন। মাঠে তাদের নৈপুণ্য এখনো চোখে ভাসে। সালাউদ্দিন, আসলামকে সবাই আবাহনীর ঘরের লোক বলে চেনে ও জানে। অন্যদিকে বাদল, সালাম বা মানিক এক নাগাড়ে খেলাতে মোহামেডানের বলে পরিচিত হয়ে গেছেন। এরা তারকারখ্যাতি বা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেলেই। শেষ পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ আবাহনী কিংবা মোহামেডানের ব্যানারে নির্বাচন করছেন না। তবু আসছে নির্বাচন যেন আবাহনী মোহামেডানের লড়াইয়ে পরিণত হয়েছে। কেননা গুরুত্বপূর্ণ

দুই পদে পাঁচ জনের বড় পরিচয় দুই জনপ্রিয় ক্লাবকে ঘিরে। তাই তো নির্বাচনকে ঘিরে উত্তাপও ছড়াচ্ছে।

সালাউদ্দিন গত তিন মেয়াদে বাফুফের নির্বাচিত সভাপতি। বাদল রায়ও সহ-সভাপতি। গত দুই নির্বাচনে তারা এক প্যানেলে নির্বাচন করলেও এবার বিচ্ছিন্ন হয়ে সভাপতি পদে লড়বেন। অন্যদিকে মানিকের প্রার্থী হওয়াটা বড় চমকই বলা যায়। নির্বাচনী কোনো প্রক্রিয়ার সঙ্গে জড়িত না হয়েও হঠাৎ সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। ১৯৭২ সালে মোহামেডান থেকে আবাহনীতে যোগ দেওয়ার পর টানা এক যুগ খেলে আবাহনী থেকেই অবসর নেন সালাউদ্দিন।

সর্বশেষ খবর