শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সেরেনার সামনে দুই বাধা

ক্রীড়া ডেস্ক

সেরেনার সামনে দুই বাধা

গ্র্যান্ডস্লাম ট্রফি জয়ে ইতিহাস গড়তে আর মাত্র দুটি বাধা অতিক্রম করতে হবে সেরেনা উইলিয়ামসকে। ইউএস ওপেনের সেমিফাইনালে বেলারুশের মেয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি হবেন তিনি। এই বাধা পাড়ি দিতে পারলে ফাইনালে দেখা হবে নাওমি ওসাকা অথবা জেনিফার ব্র্যাডির সঙ্গে। দুটি ম্যাচ জিতলেই ২৪ নম্বর গ্র্যান্ডস্লাম ট্রফি শোকেসে তুলবেন সেরেনা উইলিয়ামস। সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম ট্রফি জয়ের রেকর্ডটা বর্তমানে দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। পাশাপাশি আরও একটা রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড (ক্রিস এভাট, ৩৪টি ফাইনাল)। সেরেনা উইলিয়ামস ৩৩টি ফাইনাল খেলেছেন। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরেই গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তবে বুলগেরিয়ার মেয়ে পিরোনকভার বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। এ জয়ের পর সেরেনা বলেছেন, ‘আমি হার মানতে চাচ্ছিলাম না। কেবল জয়ের কথাই ভাবছিলাম।’ সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার। সেমিফাইনাল নিশ্চিত করেছেন নাওমি ওসাকা। এদিকে পুরুষ এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার ডমিনিখ থিয়েম ও রাশিয়ার ড্যানিল মেদভেদেভ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর