রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শ্রীলঙ্কা সফর নিয়ে জটিলতার সৃষ্টি

৭ দিনের কোয়ারেন্টাইন নিয়ে ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর নিয়ে জটিলতার সৃষ্টি

আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তারপরও তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ২৩ অথবা ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। প্রথম দুটি টেস্ট ক্যান্ডি এবং শেষটি হবে রাজধানী কলম্বোয়। মুমিনুল বাহিনী চারবার করোনা পরীক্ষা করে কলম্বো যাবে। সেখানে আরও একবার পরীক্ষা করে নেমে যাবে অনুশীলনে। কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এতদিন সিরিজ নিয়ে পরিকল্পনা ছিল এমনই। কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে শ্রীলঙ্কান সরকার এখন পুরো দায়িত্ব তুলে দিয়েছে দেশটির সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে বাইরে থেকে কেউ শ্রীলঙ্কায় গেলে তাকে স্বাস্থ্যবিধি মেনে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ নিয়েই জটিলতার শুরু। বিসিবি চাইছে সর্বোচ্চ ১ সপ্তাহের কোয়ারেন্টাইন। ৭ দিনের কোয়ারেন্টাইন নিয়ে ক্রিকেট শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সিইও মিডিয়াকে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি আমরা। তারা তাদের স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করছে। তারা চেষ্টা করছে রিকোয়ারমেন্টগুলো কমিয়ে আনতে। প্রত্যেকটি দেশেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে  বৈশ্বিক মহামারীর কারণে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম জারি হয়েছে। আমরা যখন সফর করব, বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে আনা যায়, তা নিয়ে শ্রীলঙ্কান বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।’ আগের পরিকল্পনায় কলম্বো পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হতো টাইগারদের। তিনদিন পর অনুশীলনে নেমে যেত দল। এখন নতুন নিয়মে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুমিনুলদের। এটা নিয়েই জটিলতা। যদি দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতেই হয় টাইগারদের, তাহলে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। ঘরের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলে মূল স্কোয়াড নিয়েই টাইগাররা অক্টোবরের প্রথম সপ্তাহে উড়ে যাবে শ্রীলঙ্কায়।

সর্বশেষ খবর