রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিলিংসের সেঞ্চুরিতেও পারল না ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

বিলিংসের সেঞ্চুরিতেও পারল না ইংল্যান্ড

টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যানচেস্টারে খেলতে নেমেছিল ইউয়ান মরগানের ইংল্যান্ড। সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া তেতে ছিল ওয়ানডেতে ফেরার। পরশু ওল্ড ট্রাফোর্ডে ২০২৩ বিশ্বকাপের ওয়ানডে লিগে দুরন্ত ক্রিকেট খেলে স্বাগতিক ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ফিঞ্চের অস্ট্রেলিয়া। জশ হ্যাজলওডের নিয়ন্ত্রিত বোলিং এবং মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া জুটিকে পাশ কাটিয়ে ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নেন স্যাম বিলিংস অনবদ্য এক সেঞ্চুরি করে। ২৯ বছর বয়স্ক বিলিংসের ওয়ানডে ক্যারিয়ারের ১৯ নম্বর ম্যাচে প্রথম সেঞ্চুরি। অভিষেক সেঞ্চুরির ইনিংসটি ছিল ১১০ বলে ১১৮ রানের। আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে হারিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের পর দুই চির প্রতিদ্বন্দ্বী টেস্ট ও টি-২০ সিরিজ খেলেছে। ১৪ মাসের ব্যবধানে এই প্রথম ওয়ানডেতে পরস্পরের মুখোমুখি হলো। ম্যাচে প্রথমে ব্যাট করে মার্শ ও ম্যাক্সওয়েল রেকর্ড ১২৬ রানের জুটি গড়েন। দুজনের জোড়া হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৪ রান। মার্শ ৭৩ রান করেন ১০০ বলে এবং ম্যাক্সওয়েল খেলেন ৫৯ বলে ৭৭ রানের ইনিংস। ২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিকরা এক পর্যায়ে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস ১১৭ রান যোগ করে ম্যাচ জমিয়ে তোলেন। বেয়ারস্টো সাজঘরে ব্যক্তিগত ৮৪ রানে ফিরলে বিলিংস একাই লড়েন। খেলেন ১১৮ রানের ইনিংস। লেগ স্পিনার এডাম জাম্পা ৫৫ রানের খরচে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা হ্যাজলওড ২৬ রানে নেন ৩ উইকেট।      

সর্বশেষ খবর