রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুরুষ লিগে নারী ফুটবলার

ক্রীড়া ডেস্ক

ইতিহাসে প্রথম নারী ফুটবলার হিসেবে ইউকি নাগাসুতো খেলবেন পুুরুষদের দলে। যুক্তরাষ্ট্রের পেশাদার নারী লিগের দল শিকাগো রেড স্টারস থেকে ধারে জাপানের অপেশাদার দল হায়াবুসা ইলেভেলে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এ নারী স্ট্রাইকার। কানাগাওয়া লিগে অংশ নেয় পুরুষদের এ ক্লাব। নাগাসুতোর দলবদলের খবর নিশ্চিত করেছে শিকাগো রেড ও হায়াবুসা। জাপানের হয়ে ২০১১ সালে নারী বিশ্বকাপে শিরোপা জেতেন ইউকি নাগাসুতো। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও রুপা এনে দেন জাপানকে। নাগাসুতো বলেন, ‘বিশ্বকাপ দলে থাকলেও এ এক বড় চ্যালেঞ্জ। পুরুষদের সঙ্গে সমানতালে পারফরম্যান্স দেখাতে হবে। তা না হলে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর