সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হ্যাটট্রিকে সালাহর মৌসুম শুরু

ক্রীড়া ডেস্ক

হ্যাটট্রিকে সালাহর মৌসুম শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মাঠে দারুণ উত্তাপ ছড়ালেন আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। তার দল লিডস ইউনাইটেড গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপ জিতে এবার প্রিমিয়ার লিগে ঠাঁই পেয়েছে। আর প্রথম ম্যাচেই তারা লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে বেশ চমকে দিয়েছে। ম্যাচটা ৪-৩ গোলে জিতেছে লিভারপুলই। কিন্তু স্কোর লাইনটাই বলছে, কী উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে! এই ম্যাচে দারুণ হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ। তার হ্যাটট্রিকে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল।

ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি গোলে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। ১২ মিনিটেই জ্যাক হ্যারিসনের গোলে সমতায় ফিরে লিডস। এরপর ২০ মিনিটে ফন ডাইকের গোলে আবার এগিয়ে যায় লিভারপুল। তবে ৩০ মিনিটে প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে সমতায় ফিরে বিয়েলসার দল। ৩৩ মিনিটে সালাহর গোলে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় লিভারপুল। এবারেও সমতায় ফিরে লিডস (৬৬ মিনিটে ক্লিচের গোল)। ম্যাচের ৮৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন সালাহ। ম্যাচের পর লিডসের কোচ বিয়েলসা বেশ অসন্তুষ্ট হয়েছেন। বলেছেন, ‘এভাবে গোল হজম করা মোটেও উচিত হয়নি।’ অন্যদিকে লিভারপুল কোচ জার্গেন ক্লপ নিশ্চয়ই হাফ ছেড়েছেন! অবশ্য লিডস ইউনাইটেড প্রথম ম্যাচ খেলেই বড় দলগুলোকে সতর্ক বার্তা দিয়ে রাখল।

সর্বশেষ খবর