সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অভিমান ভুলে বার্সার জার্সিতে মেসি

ক্রীড়া ডেস্ক

অভিমান ভুলে বার্সার জার্সিতে মেসি

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকাকে কোনোভাবেই হারাতে রাজি ছিল না কাতালান ক্লাবটি। ছলে-বলে-কলে-কৌশলে তাকে ধরে রেখেছে। তবে মেসি সব ভুলে নিজেকে উজাড় করে আরও একটা বছর বার্সেলোনার জার্সিতে খেলার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। গত শনিবার তার প্রমাণও দিলেন তিনি। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ ফুটবলের তৃতীয় বিভাগের ক্লাব জিমন্যাস্টিকসকে। বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেছেন ডেম্বলে, আঁতোয়ান গ্রিজম্যান এবং ফিলিপ কটিনহো। লিওনেল মেসি এই ম্যাচে অধিনায়ক হিসেবেই খেলতে নেমেছেন। ম্যাচের পর বার্সেলোনার ডাচ কোচ বলেছেন, ‘আমরা ঠিক পথেই এগিয়ে চলেছি। তবে আরও সংশোধন করতে হবে নিজেদেরকে।’ বার্সেলোনার প্রিয় ৪-৩-৩ অথবা ৪-৪-২ ফরমেট ভেঙে কোম্যান দল মাঠে নামিয়েছেন ৪-২-৩-১ ফরমেশনে। এই ফরম্যাটে কালেভদ্রে হয়ত খেলেছে বার্সা। প্রীতি ম্যাচে জয় পেয়েছে রোনালদোর জুভেন্টাস। তারা ৫-০ গোলে হারিয়েছে নোভারাকে। রোনালদো ১টি গোল করেছেন।

সর্বশেষ খবর