সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

লিগ দিয়ে টিটি গড়াচ্ছে টেবিলে

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে অন্যান্য খেলার মতো টেবিল টেনিসেও অচলাবস্থা। ৭/৮ মাস ধরে খেলোয়াড়রা খেলার বাইরে। তবে স্বাস্থ্যবিধি মেনে টিটি শুরুর চিন্তা ভাবনা করছেন উর্ধ্বতন কর্মকর্তারা। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অভিজ্ঞ সংগঠক খন্দকার হাসান মুনীর জানান, প্রিমিয়ার লিগ দিয়েই টিটির অচল চাকা সচল করতে চায়। নির্ধারিত সিডিউল অনুযায়ী ডিসেম্বর থেকেই লিগ টেবিলে গড়ানোর কথা। মুনীরের মতে এক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকায়। কেননা শীর্ষ স্থানীয় ক্লাবগুলো শক্তি বাড়াতে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করে। যদিও অধিকাংশ খেলোয়াড় প্রতিবেশী দেশ ভারতেরই হয়। কিন্তু ফ্লাইট বন্ধ থাকলে তারাইবা আসবে কীভাবে? সড়ক পথে আসা যায়, কিন্তু করোনা আতঙ্কে কেউ ঝুঁকি নিতে চান না। মুনীর আশা করছেন এ জটিলতা অক্টোবরের মধ্যেই কেটে যাবে। তখন লিগ শুরু করা যাবে। তিনি বলেন, ফেডারেশনের চিন্তা রয়েছে তার আগে র‌্যাঙ্কি প্রাইজমানির টুর্নামেন্ট করা। বাংলাদেশ গেমসের সঙ্গে যেহেতু জাতীয় চ্যাম্পিয়ন্সশিপ অন্তর্ভুক্ত রয়েছে সে ক্ষেত্রে ফেডারেশনে কিছুর করার থাকছে না।

সর্বশেষ খবর