মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

থিয়েমের প্রথম গ্র্যান্ডস্লাম

‘এখন বড় টুর্নামেন্টে খেলা আমার জন্য অনেক সহজ হবে। কারণ, আমার লক্ষ্য পূরণ হয়েছে। আরও স্বাধীনভাবে আমি সামনে খেলতে পারব।’

ক্রীড়া ডেস্ক

থিয়েমের প্রথম গ্র্যান্ডস্লাম

অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিখ থিয়েম নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবেই ভাবতেন। এটিপি ট্যুরে ১৬টা ট্রফি জিতেছেন। ট্যুর ফাইনালে রানার্সআপ হয়েছেন। তিনবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। অর্থবিত্তও কম হয়নি। কিন্তু গ্র্যান্ডস্লাম জয়ের অপূর্ণতা তাকে প্রায়ই বিষণ্ন করে তুলতো। রবিবার গভীর রাতে ইউএস ওপেনের শিরোপা হাতে নিয়ে যেন সব স্বপ্নই পূরণ করলেন ডমিনিখ থিয়েম। চতুর্থবার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলতে নেমে দারুণ এক জয় নিয়ে কোর্ট ছাড়লেন তিনি।

তিনবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন ডমিনিখ থিয়েম। ২০১৮ ও ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছেন রাফায়েল নাদালের কাছে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন নোভাক জকোভিচের কাছে। চতুর্থবারেও কী হারতে যাচ্ছেন! প্রথম দুই সেটে হারের পর শঙ্কায় ছিলেন ডমিনিখ থিয়েম নিজেই। তবে পরের তিন সেটে টানা জিতে স্বপ্ন পূরণ করেন তিনি। জার্মান তরুণ আলেক্সান্ডার জেভরভের বিপক্ষে ম্যাচটা জয় করেন ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে। স্কোরলাইনটাই বলছে, কী অসাধারণ এক ম্যাচ হয়েছে। এমন ম্যাচ জয়ের পর থিয়েম বলেছেন, ‘এখন বড় টুর্নামেন্টে খেলা আমার জন্য অনেক সহজ হবে। কারণ, আমার লক্ষ্য পূরণ হয়েছে। আরও স্বাধীনভাবে আমি সামনে খেলতে পারব।’ আগের ফাইনালগুলোর কথা ভেবে এবারেও বেশ নার্ভাস ছিলেন থিয়েম। তবে সব ভয়কে জয় করেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অস্ট্রিয়ান টেনিস তারকা বলেন, ‘আমি এই ট্রফিটা খুব করে জিততে চেয়েছিলাম। কারণ, আমার জানা ছিল এটাতে হারলে আমার ফলাফল হবে ০-৪।’ এই চিন্তাটাই নাকি ডমিনিখ থিয়েমকে ম্যাচের প্রথমদিকে ভালোভাবে খেলতে দেয়নি।

এদিকে প্রথমবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলতে নেমে পরাজিত হলেও হতাশ নন জার্মান তরুণ আলেক্সান্ডার জেভরভ। তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি ছিলাম। কয়েকটা গেম এমনকি কয়েকটা পয়েন্ট দূরে ছিলাম।’ জেভরভ আরও বলেন, ‘আমি ২৩ বছরের এক তরুণ। এটাই আমার শেষ সুযোগ নয়।’

সর্বশেষ খবর