বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বোলিং অ্যাকশন পরিবর্তন

বৈচিত্র্যের কথা চিন্তা করেই বোলিং অ্যাকশন বদলে ফেলেছি

---- তাইজুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক

বৈচিত্র্যের কথা চিন্তা করেই বোলিং অ্যাকশন বদলে ফেলেছি
‘আগের অ্যাকশনে একই জায়গায় টানা বল করার সুবিধা পেতাম। কিন্তু ওই অ্যাকশনে তিন সংস্করণে চালিয়ে যাওয়াটা কঠিন ছিল, কারণ বৈচিত্র্যের মাত্রা কম ছিল।  ভেট্টরির সঙ্গে কথা বলার পর, তিনি বলেছেন যে এই অ্যাকশনে একই রকম বল করে হয়তো তিন ফরম্যাটে খেলতে পারব।’

 

বোলিং অ্যাকশন বদলে ফেলেছেন তারকা স্পিনার তাইজুল ইসলাম। তার নতুন বোলিং অ্যাকশনে স্পিন বোলিং উপদেষ্টা  ড্যানিয়েল ভেট্টরির ছায়া। কিন্তু হঠাৎ করে বোলিং অ্যাকশন পরিবর্তন করে কি সুবিধা করতে পারবেন তাইজুল? স্পিন তারকা নিজেই জানালেন, তার কোনো সমস্যা হচ্ছে না।

লকডাউনের ভিতর তিন নতুন বোলিং অ্যাকশন নিয়ে বেশ কাজ করেছেন। এখন বেশ মানিয়ে গেছে তার সঙ্গে এই বোলিং অ্যাকশন। গতকাল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তাইজুল বলেন, ‘৩-৪ মাস পর মাঠে ফিরে আসা কঠিন। তারপরও ক্রিকেট বোর্ড যে সুযোগ-সুবিধা দিয়েছে, আমরা ২ মাসের মতো প্র্যাকটিস করলাম। ব্যক্তিগতভাবে আমি বোলিং নিয়ে কাজ করেছি। ভেট্টরির সঙ্গে কথা বলেছি আমার বোলিং নিয়ে, মাঝখানে অ্যাকশন বদলেছি। অ্যাকশন নিয়ে কাজ করেছি। শরীরের সঙ্গে এখন অ্যাকশন মানিয়ে গেছে।’

 টেস্টে দীর্ঘ সময় টানা বোলিং করে থাকেন তাইজুল। নতুন অ্যাকশনে কি তা পারবেন? তাইজুল বলেন, ‘এখন টানা ২ ঘণ্টা বোলিং করতেও সমস্যা হচ্ছে না। আমাদের ব্যক্তিগত অনুশীলন যখন ছিল, তখন যে সুবিধাটা হয়েছে, যার যার কাজগুলো নিজের মতো করে করতে পেরেছি। সপ্তাহ দুয়েক হলো ব্যাটম্যানদের বোলিং করছি নেটে। আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে, আরও কিছুদিন গেলে আরও বাড়বে আশা করি।’

কিছু থেকে তাইজুল টেস্টে নিয়মিত হলেও ওয়ানডে ও টি-২০তে সুযোগ পেতেন না। স্বল্প দৈর্ঘ্যরে ক্রিকেটে যাতে কার্যকরী বোলিং করতে পারেন এ চিন্তা থেকেই অ্যাকশন পরিবর্তন করেছেন তাইজুল, ‘আগের অ্যাকশনে একই জায়গায় টানা বল করার সুবিধা পেতাম। কিন্তু ওই অ্যাকশনে তিন সংস্করণে চালিয়ে যাওয়াটা কঠিন ছিল, কারণ বৈচিত্র্যের মাত্রা কম ছিল।  ভেট্টরির সঙ্গে কথা বলার পর, তিনি বলেছেন যে এই অ্যাকশনে একই রকম বল করে হয়তো তিন ফরম্যাটে খেলতে পারব।’

‘এ জন্য বলের বাড়তি বাউন্সের দিক চিন্তা করে, ওভার স্পিনের কথা চিন্তা করে, বিভিন্ন বৈচিত্র্যের কথা চিন্তা করেই অ্যাকশন বদলে ফেলেছি। এর মধ্যে ফলও পাচ্ছি, বৈচিত্র্য পেতে সহায়তা করছে নতুন অ্যাকশন।’

সর্বশেষ খবর