বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বড়দের কোচ হারুন ছোটদের মামুনুর

ক্রীড়া প্রতিবেদক

অনেক দিন পর হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা হলো। ৩১ সদস্য কমিটির অধিকাংশ সদস্যই গতকাল ফ্যালকন হলে এ সভায় উপস্থিত ছিলেন। বহিষ্কৃৃত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদকে ঘিরে সভায় কিছুটা উত্তাপ সৃষ্টি হয়। তবে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র অনুসরণ করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং গঠনতন্ত্র অনুযায়ী তাকে ফেরানোর সব পথ বন্ধ। বৈঠকে এক সদস্য সাঈদের পক্ষ নিয়ে বলেন, আদালতে রিট করার পরও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হলো কেন? তিনি রিটের কাগজও দেখান। এ সদস্যকে জিজ্ঞাসা করা হয় যেখানে ফেডারেশন কোনো চিঠি পায়নি তা আপনার হাতে এলো কীভাবে। তিনি বলেন ব্যক্তিগত চেষ্টায় এ কপি জোগাড় করেছি। অর্থাৎ বহিষ্কৃৃত হলেও সাঈদকে ফেরাতে এক পক্ষ ষড়যন্ত্রের খেলা খেলছে।

আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপ। মার্চে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্সশিপ ট্রফি। দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচ ও কর্মকর্তা মনোনয়ন করা হয় বৈঠকে। জুনিয়র বিভাগে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন মামুনুর রশিদ, সহকারী কোচ আলমগীর আলম। ম্যানেজার তারেক এ আদেল ও সহকারী হিসেবে জাফরুল দায়িত্বে থাকবেন। অন্যদিকে জাতীয় দলের কোচ হয়েছেন মাহবুব হারুন, সহকারী কোচ জহিরুল ইসলাম মিতুল, বদরুল ইসলাম ম্যানেজার ও দলের সহকারী ম্যানেজার মামুনুল রশিদ।

সর্বশেষ খবর