বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জকোভিচের ঘটনায় সতর্ক নাদাল

ক্রীড়া ডেস্ক

জকোভিচের ঘটনায় সতর্ক নাদাল

দিন কয়েক পরই ফ্রেঞ্চ ওপেনের লড়াই শুরু হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত রোলাঁ গারো কোর্টে লড়াইয়ে নামার আগে জকোভিচ-নাদালরা রোম ওপেনে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। কিছুদিন আগে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নিয়ম বিরুদ্ধ আচরণ করায় জকোভিচকে বহিষ্কার করা হয়। এই নিয়ে বেশ সতর্ক রাফায়েল নাদাল। জকোভিচও সতর্ক হয়ে গেছেন। ইউএস ওপেনে চতুর্থ রাউন্ডের ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ জকোভিচ র‌্যাকেট নিয়ে বল মারেন নিজের পিছন দিকে। যা গিয়ে একজন লাইন জাজের গলায় আঘাত করে। এরপরই নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হয় জকোভিচকে। এই নিয়ে নাদাল বলেছেন, ‘এরকম ঘটনার ফল যা হয় তাই হয়েছে। নোভাকের ভাগ্য খারাপ। নিয়ম অনুযায়ী তাকে ডিফল্ট করা ছাড়া উপায় ছিল না।’ জকোভিচের জন্য খারাপ লেগেছে নাদালের। ইউএস ওপেনে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা ছিল জকোভিচের। নাদাল বলেন, ‘এরকম পরিস্থিতিতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নাহলে দুর্ভাগ্যের শিকার হওয়ার ভয় রয়েছে।’

সর্বশেষ খবর