বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘বিগ বাজেটে’র চেলসির জয়

ক্রীড়া ডেস্ক

‘বিগ বাজেটে’র চেলসির জয়

এবারের ট্র্যান্সফার উইন্ডোতে অন্তত ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি। অঙ্কটা আরও বেশিও হতে পারে। বিরাট অঙ্কের অর্থ খরচ করে তারা দলে নিয়েছে জার্মানির টিমো ওয়ার্নার ও কাই হ্যাভার্টজকে। দলে নিয়েছে ব্রাজিলের থিয়াগো সিলভাকেও। শক্তিশালী দল গঠনের ফল পেতে শুরু করেছে চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা সোমবার ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটনকে। গত মৌসুমে তাদের সঙ্গে ড্র করেছিল চেলসি।

সোমবার চেলসির পক্ষে গোল করেছেন জর্জিনহো, রিস জেমস এবং কুর্ট জুমা। জার্মান তারকা টিমো ওয়ার্নার ইংলিশ লিগে প্রথম ম্যাচে কোনো গোল না করলেও তাকে দলে পেয়ে দারুণ আনন্দিত চেলসি কোচ ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘টিমোর গতি আমাদেরকে পেনাল্টি পাইয়ে দিয়েছে। সে কতোটা ভালো ফুটবলার তারও প্রমাণ পেয়েছি আমরা। পুরো ম্যাচেই সে প্রতিপক্ষের জন্য বড় হুমকি ছিল। তার পারফরম্যান্স আমার দারুণ পছন্দ হয়েছে।’ মিডফিল্ডার কাই হ্যাভার্টজের পারফরম্যান্সেও দারুণ খুশি ল্যাম্পার্ড। তবে সামনেই কঠিন পরীক্ষা চেলসির। পরের ম্যাচেই লিভারপুলের মুখোমুখি হচ্ছে ল্যাম্পার্ডের দল। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে আসছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে চার নম্বরে থেকে মৌসুম শেষ করেছে চেলসি। নতুন মৌসুমে শিরোপার লক্ষ্যেই লড়াইয়ে নেমেছে দলটা। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করেছে ব্লুজ খ্যাত দলটা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর