বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই দেশে কোয়ারেন্টাইন

বিসিবিকে শ্রীলঙ্কার নতুন প্রস্তাব!

ক্রীড়া প্রতিবেদক

দুই দেশে কোয়ারেন্টাইন
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন বিক্রমারতেœ বলেছেন, ‘গতকাল কভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে আমাদের ইতিবাচক বৈঠক হয়েছে এবং প্রত্যেকেই একমত হয়েছিল যে এই সিরিজটি আমাদের আয়োজন করা উচিত। তবে ডাক্তারদের পরামর্শও আমাদের মানতে হবে।’

 

বাংলাদেশের ক্রিকেটারদের দুই দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৭ দিন বাংলাদেশে, ৭ দিন শ্রীলঙ্কা যাওয়ার পর। গতকাল রাতে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

বাংলাদেশের দাবি ছিল ১৪ দিনের পরিবর্তে কোয়ারেন্টাইন সময় ৭ দিনে নিয়ে আসা। এ নিয়ে গতকাল দেশটির ক্রীড়ামন্ত্রীর আহ্বানে ক্রিকেট বোর্ড ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় বসেছিল। 

আলোচনায় কোয়ারেন্টাইন সময় কমাতে রাজি হয়নি। বরং দুই দেশে কোয়ান্টাইনের ‘অদ্ভুত’ এক প্রস্তাব দিয়েছে। তবে এ ব্যাপারে গতকাল রাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন বিক্রমারতেœ বলেছেন, ‘গতকাল কভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে আমাদের ইতিবাচক বৈঠক হয়েছে এবং প্রত্যেকেই একমত হয়েছিল যে এই সিরিজটি আমাদের আয়োজন করা উচিত। তবে ডাক্তারদের পরামর্শও আমাদের মানতে হবে।’

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাঠানো ১৪ দিন কোয়ারেন্টাইনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা জবাব দেওয়ায় দুই দেশের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজটি অনিশ্চয়তায় পড়ে যায়।

জাতীয় দলের সঙ্গে এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠাতে চেয়েছিল বাংলাদেশ। সব মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল ৬৫ সদস্যের বহর পাঠাতে। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় মাত্র ৩০ জনের কথা বলেছিল। এ ছাড়া ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। ওই সময় কেউই হোটেল রুম থেকেও বাইরে বের হতে পারবে না। আরও বেশকিছু কঠোর শর্ত দিয়েছিল। এর পরিপ্রেক্ষিত বিসিবি সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, এটা মোটেও বাস্তবসম্মত চিন্তা নয়। এভাবে ক্রিকেট খেলা যায় না।

এরপর লঙ্কান ক্রীড়া মন্ত্রীর টুইট আশার সঞ্চার ঘটায়। তা ছাড়া লঙ্কান ক্রিকেট বোর্ডও চাচ্ছে না বাংলাদেশ সফরটি স্থগিত করুক। যদিও এই সফরটি হওয়ার কথা ছিল জুলাইয়ে। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে গেছে। তা ছাড়া ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর স্থগিত করেছে। তাই লঙ্কান বোর্ড চাচ্ছে না এই সিরিজ আরেকবার পিছিয়ে যাক।

গতকাল শ্রীলঙ্কার ‘ন্যাশনাল অপারেশন সেন্টার ফর প্রিভেনশন অফ কভিড-১৯ আউটব্রেক’-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্রা সিলভার সঙ্গে সেনা সদর দফতরে জরুরি সভায় বসেছিলেন শাম্মি সিলভার নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি দল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর