বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সেই টটেনহ্যামেই ফিরছেন বেল!

ক্রীড়া ডেস্ক

সাত বছর আগে রেকর্ড ট্র্যান্সফার ফিতে (১০০ মিলিয়ন ইউরো) টটেনহ্যাম থেকে ওয়েলসের তারকা ফুটবলার গেরেথ বেলকে দলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ক্লাবে এসে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি বেল। গত সাত বছরে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫১ ম্যাচ খেলে মাত্র ১০৫ গোল করেছেন তিনি। গত মৌসুমে তো জিদান তাকে তেমন একটা মাঠেই নামাননি। ব্যর্থতা নিয়েই তিনি আবার ফিরে যেতে চাইছেন প্রিয় ক্লাব টটেনহ্যামে।

গেরেথ বেলের এজেন্ট জনাথন বার্নেট বলেছেন, ‘গ্যারেথ এখনো স্পারসকে (টটেনহ্যাম) ভালোবাসে। আমরা আলোচনা করছি।

এটাই সেই ক্লাব যেখানে গ্যারেথ যেতে চান।’ বেলের এজেন্ট রিয়াল মাদ্রিদ এবং টটেনহ্যামের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু এখনো নাকি কোনো সমাধানে পৌঁছতে পারেননি। তিনি এএফপিকে বলেছেন, ‘আলোচনা অনেক এগিয়েছে। কিন্তু এটা বেশ জটিল ব্যাপার।’ জটিল হলেও বেলকে আর দলে রাখতে চাচ্ছে না রিয়াল মাদ্রিদ। কারণ দলের কোচ জিনেদিন জিদান পছন্দ করছেন না ওয়েলসের এ ফুটবলারকে। তবে রিয়াল মাদ্রিদ বেলের বিনিময়ে টটেনহ্যাম থেকে ইংলিশ ফুটবলার ডেলে আলিকে দলে নিতে চাইছে।

সর্বশেষ খবর