শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

র‌্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশের

করোনাভাইরাসের জন্য পাঁচ মাস বন্ধ ছিল আন্তর্জাতিক ফুটবল। খেলা বন্ধ থাকায় বন্ধ ছিল ফিফা র‌্যাঙ্কিংও। এরফলে বাংলাদেশে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ১৮৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। অবশ্য ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের তিন স্থানের। দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, তিনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং চারে রয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাঁচে উঠে এসেছে উয়েফা নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার রয়েছে ৫৫ নম্বরে। ৬ নম্বরে রয়েছে উরুগুয়ে, ৭-এ স্পেন, ৮-এ ক্রোয়েশিয়া, ৯-এ আর্জেন্টিনা ও ১০ নম্বরে কলম্বিয়া। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির স্থান ১৪।

সর্বশেষ খবর