শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ আয়োজনে এখন মূল বাধা কোয়ারেন্টাইন। টাইগার ক্রিকেটারদের কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন বিপরীতমুখী অবস্থানে। অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজের ভবিষ্যৎ। লঙ্কান ক্রিকেট বোর্ড চাইছে মুমিনুলদের ঘরবন্দী ১৪ দিনের কোয়ারেন্টাইন। বিসিবির চাওয়া সর্বোচ্চ সাত দিনের এবং অনুশীলনের অনুমতি। একই সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুবিধা। এসব সুযোগ-সুবিধা চেয়ে ইমেইল পাঠালেও তার কোনো উত্তর পায়নি বিসিবি। বিষয়টি স্বীকার করেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। তাই সিরিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না।’

সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও বিসিবি তিন ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার পরিকল্পনাও করেছে। এজন্য ২৭ ক্রিকেটারের জিও (গভর্নমেন্ট অর্ডার) নিয়ে নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ২৭ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের চার ধাপে করোনা পরীক্ষা করবে বিসিবি। ৭ সেপ্টেম্বর প্রথম ধাপে পরীক্ষা হয়েছে। গতকাল দ্বিতীয় ধাপে ১৮ ক্রিকেটার ও ৩৫ হোটেলকর্মীর পরীক্ষা হয়েছে। ঢাকার বাইরে থাকা বাকি নয় ক্রিকেটারের আজ পরীক্ষা হবে। ২১ ও ২৫ সেপ্টেম্বর দুই ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করবে বিসিবি। গতকাল তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা হয়েছে সাইফ হাসানের। আগের দুবার পজিটিভ হয়েছিলেন টাইগার ওপেনার।

পাঁচ দিন আগে কোয়ারেন্টাইন নিয়ে নতুন শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ১৪ দিনের কোয়ারেন্টাইন ছাড়াও ৩০ জনের বেশি ক্রিকেটার না নেওয়ার শর্তও দেয়। শুধু তাই নয়, কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট খেলতে হবে ইঙ্গিত দেয়। বিসিবি এমন অদ্ভুতুড়ে শর্ত মেনে না নিয়ে পাল্টা শর্ত জুড়ে ইমেইল পাঠায়। এর উত্তর পাঠায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও তারা দেশটির স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছে। শ্রীলঙ্কান সূত্র জানিয়েছেন, দেশটির স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইন নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। বরং আগের মতো শক্ত অবস্থানেই রয়েছে। ফলে সিরিজের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। সূত্র জানিয়েছেন, দেশটির ক্রিকেট বোর্ড এখন প্রস্তুতি নিচ্ছে এলপিএল নিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন, যদি সিরিজ না হয় তাহলে ক্রিকেটারদের মাঠে ফেরাতে করপোরেট লিগের আদলে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করা হবে। এ প্রসঙ্গে বিসিবি সিইও বলেন, ‘শ্রীলঙ্কা সফর হলেও আমরা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করব। না হলেও করব। তবে সিরিজ হলে একটু দেরিতে করব। না হলে আগেই শুরু হবে। তবে আমাদের প্রস্তুতি রয়েছে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের।’

ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে সাইফ ও নিক লি প্রথম ধাপে করোনা পরীক্ষা করেছিলেন। দুজনের পজিটিভ হয়েছিলেন। পরে দ্বিতীয় ধাপের পরীক্ষায় নিক লি নেগেটিভ হলেও পজিটিভ হন সাইফ। গতকাল তৃতীয় ধাপে ফের পরীক্ষা করানো হয় সাইফের। ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশিস বলেন, ‘শ্রীলঙ্কা যাওয়ার আগে আমরা স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে করোনা পরীক্ষা করাব। দুই ধাপে করানো হয়েছে। বাকি দুই ধাপে করানোর পরিকল্পনা রয়েছে ২১ ও ২৫ সেপ্টেম্বর। সাইফের বিষয়ে বলব, দ্বিতীয় ধাপের পরীক্ষা আমরা ইচ্ছাকৃতভাবেই করেছিলাম। করোনা নেগেটিভ পেতে ১৫ দিন লাগে। তার আগেই করেছিলাম।’

সিরিজের ভবিষ্যৎ এখন পুরোপুরি অন্ধকার। তিন-চার দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সিরিজ আদৌ নির্ধারিত সময়ে হবে কিনা।

সর্বশেষ খবর