শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জুভেন্টাসের আধিপত্য শেষ করবে ইন্টার!

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসের আধিপত্য শেষ করবে ইন্টার!

ইন্টার মিলান কোচ অ্যান্টোনিও কন্তে

ইতালিয়ান সিরি এ লিগে গত নয় বছর ধরে টানা চ্যাম্পিয়ন হচ্ছে জুভেন্টাস। টানা দশম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে নতুন মৌসুমে খেলতে নামবে ওল্ড লেডিরা। গত নয় বছরে জুভেন্টাসের রাজত্বে ভাগ বসাতে চেয়েছে নেপোলি, রোমা ও ইন্টার মিলান। গত মৌসুমে আটলান্টাও বেশ লড়াই করেছে। কিন্তু জুভেন্টাসের রাজমুকুট ছিনিয়ে নিতে পারেনি কেউই। তবে নতুন মৌসুমে ওল্ড লেডিদের আধিপত্য শেষ করার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন ইন্টার মিলানের কোচ অ্যান্টোনিও কন্তে।

জুভেন্টাসের কোচ হিসেবে তিনবার সিরি এ লিগ জয় করেছেন অ্যান্টোনিও কন্তে। এরপর ইতালির জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। চেলসির কোচ ছিলেন দুই বছর। গত মৌসুমে দায়িত্ব নিয়েছেন ইন্টার মিলানের। প্রথম মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি কন্তে। তারপরও জুভেন্টাসের সঙ্গে বেশ লড়াই করেছেন। গত মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিগের শিরোপা হারিয়েছে ইন্টার মিলান।

নতুন মৌসুম শুরুর আগে অ্যান্টোনিও কন্তে বলেছেন, ‘আমি আরও একটা বছর এভাবে (শিরোপাহীন) কাটাতে চাই না।’ ক্লাব কর্তৃপক্ষও কন্তেকে সমর্থন দিয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ থেকে আশরাফ হাকিমিকে দলে নিয়েছে তারা বেশ অর্থ খরচ করে (৪০ মিলিয়ন ইউরো)। মরক্কোর এই সেন্ট্রাল ডিফেন্ডার গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছেন। তাছাড়া ইন্টার মিলানে আছেন চিলির তারকা ফুটবলার আলেক্সিস সানচেজ, বেলজিয়ামের রোমেলু লুকাকো, ক্রোয়েশিয়ার পেরিসিচ এবং আর্জেন্টিনার লটারো মার্টিনেজ। অবশ্য মার্টিনেজকে দলে নিতে দারুণ আগ্রহী বার্সেলোনা।

ইন্টার মিলান এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে ৫-০ গোলে হারিয়েছে লুগানোকে। আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা পিস্যার বিপক্ষে। এরপরই ইতালিয়ান সিরি এ লিগের লড়াইয়ে নামবে। ২৬ সেপ্টেম্বর লিগে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলান মুখোমুখি হবে ফিওরেন্টিনার।

সর্বশেষ খবর