শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাদল রায়ের কান্না

ক্রীড়া প্রতিবেদক

বাদল রায়ের কান্না

সভাপতি পদে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করতে ঘণ্টাখানেক দেরি হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি বাফুফের নির্বাচনের জন্য গঠিত কমিশনের কাছে। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ব্যালটে থাকবে সাবেক এ তারকা ফুটবলারের নাম। তবে তার প্রিয় মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন নির্বাচন থেকে সরে যাওয়ার। এই ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে তখন তার স্ত্রী মাধুরী রায়।

বাদল রায় বলেন, ‘ফুটবল থেকে আমাকে সরে যেতে হচ্ছে তাতে আমি খুবই কষ্ট পাচ্ছি। ফুটবলের জন্য কাজ করতেই সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলাম। অনেক কষ্ট ও দুঃখ নিয়ে আজ আপনাদের ডেকেছি। আমার অনেক কষ্ট লাগছে যে, নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার শরীরের ওপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও এখনো দুর্বলতা কাটেনি। তো কীভাবে আমি নির্বাচনের ক্যাম্পিং করব! আমার মেয়ে ও স্ত্রী সবাই বলল- ‘ইলেকশন করার দরকার নেই, তোমার ভালো থাকার দরকার। তুমি বেঁচে থাকো, আমাদের জন্য বেঁচে থাকো’। তার পরই আমি ভোট না করার সিদ্ধান্ত নিলাম।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর