শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকায় আসছেন ভেট্টরি-ম্যাকমিলান

ক্রীড়া প্রতিবেদক

কোয়ারেন্টাইন সমস্যায় অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ টেস্ট সিরিজ। অনিশ্চয়তার দোলাচলে দুলছে বলে টাইগারদের সব কোচিং স্টাফকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ঢাকায় অবস্থান করছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের। সিরিজ নিয়ে যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে, তাই দুই ব্ল্যাক ক্যাপস কোচকে ঢাকায় আনার পরিকল্পনা করেছে বিসিবি বলেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘আমরা চাইছি সব কোচিং স্টাফ ঢাকায় দলের সঙ্গে থাকুক। সেজন্যই ভেট্টরি ও ম্যাকমিলানকে ঢাকায় আসতে বলেছি। আগামী ২ দিনের মধ্যে দুই কোচ দলের সঙ্গে যোগ দেবেন।’ দুজনেই সরাসরি নিউজিল্যান্ড থেকে ঢাকায় আসবেন। এরপর দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবে। তিন টেস্ট খেলতে মুমিনুল বাহিনীর ২৭ সেপ্টেম্বর কলম্বো যাওয়ার কথা।

সর্বশেষ খবর