রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শুরুর আগেই শেষ

চাকরি ছাড়লেন ম্যাকমিলান

ক্রীড়া ডেস্ক

শুরুর আগেই শেষ

ক্রেইগ ম্যাকমিলান

পরিবারকে সময় দেবেন বলে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন নেইল ম্যাকেঞ্জি। অনেক বাছাই করে বিসিবি তার জায়গায় দায়িত্ব তুলে দেয় নিউজিল্যান্ডের ৪৩ বছর বয়স্ক সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানের হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট ম্যাচ সিরিজ দিয়ে কাজ শুরুর কথা ছিল ম্যাকমিলানের। কিন্তু মুমিনুলদের দায়িত্ব নেওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন ব্ল্যাক ক্যাপসদের সাবেক ব্যাটিং ও ফিল্ডিং কোচ। বাবার মৃত্যুর কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না তিনি। গতকাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ম্যাকমিলানের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০১৫-২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা ম্যাকমিলানের চাকরি ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ম্যাকমিলান তার সমস্যার কথা আমাদের জানিয়েছেন। কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। পারিবারিক এই শোকের সময় শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে তার কাজ করাটা অনেক কঠিন। তার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি। তাই আমরা কিছু বলিনি। এ ছাড়া সিরিজের ভবিষ্যৎও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তাই আমরা জোর করছি না। আমাদের সমবেদনা তার পরিবারের জন্য।’ তার অবশ্য আজ-কালের মধ্যে ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে ঢাকায় এসে টাইগারদের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর