সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঝুলেই থাকল নারী ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

মাঠে গড়িয়েও পেশাদার ফুটবল লিগ শেষ হতে পারেনি। করোনাভাইরাসে লিগ বাতিল হয়েছে আগেই। এখন নতুন মৌসুমের অপেক্ষায় আছেন ফুটবলাররা। কিন্তু নারী লিগ এখনো ঝুলেই থাকল। ছয় মাস পেরিয়ে গেলেও বাফুফে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। প্রথম পর্ব যখন শেষের দিকে তখুনি করোনায় এ লিগ স্থগিত হয়। পুরুষদের বেলায় সিদ্ধান্ত হলেও নারী লিগ নিয়ে বাফুফে কোনো টু-শব্দ করছে না। বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহুফুজা আক্তার কিরণকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। সম্ভবত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

কিছুদিন আগে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা হলেও নারী লিগ নিয়ে কোনো আলোচনা হয়নি। এতেই বোঝা যায় নারী ফুটবলাররা কতটা অবহেলিত।

সর্বশেষ খবর