মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘সব ফরম্যাটেই খেলতে চাই’

‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। এখন ফিটনেস ও বোলিং স্কিল বাড়ানোর কাজ করছি। যাতে সব ফরম্যাটে নিয়মিত হতে পারি।’

ক্রীড়া প্রতিবেদক

‘সব ফরম্যাটেই খেলতে চাই’

মুস্তাফিজুর রহমান

ধূমকেতুর গতিতে আগমন। এরপর বোলিং বৈচিত্র্যে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করে দেন। কিন্তু ইনজুরির সঙ্গে পেরে উঠেননি বলে পাঁচ বছরের ক্যারিয়ার ততোটা উপরে উঠেনি। অথচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান। ফিটনেস ঝামেলার জন্য গত পাঁচ বছরে টেস্ট খেলেছেন সাকল্যে ১৩টি। ওয়ানডে ৫৮টি এবং টি-২০ ৪১টি। ইনজুরির সঙ্গে সখ্যতা বেশি হওয়ায় টিম ম্যানেজমেন্ট ‘কাটার মাস্টার’কে শুধু সাদা বলে ও রঙিন পোশাকে খেলানোর পরিকল্পনা করেন। সেই পরিকল্পনায় মুস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেন ১৮ মাস আগে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সাদা বলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন আট মাস আগে। দীর্ঘদিন খেলার বাইরে থাকার শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তিন টেস্ট ম্যাচ সিরিজে মুস্তাফিজকে কেন্দ্র করেই পেস বোলিং বিভাগকে সাজানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজও চাইছেন দেড় বছরের বিরতির পর সাদা পোশাকে ও লাল বলে টেস্ট খেলতে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলগত অনুশীলন শেষে মিডিয়ায় মুখোমুখিতে মুস্তাফিজ জানিয়েছেন সব ধরনের ফরম্যাটে খেলতে চান, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। এখন ফিটনেস ও বোলিং স্কিল বাড়ানোর কাজ করছি। যাতে সব ফরম্যাটে নিয়মিত হতে পারি।’

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো ধোঁয়াশা চলছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো সদুত্তর পায়নি বিসিবি। স্পষ্ট কোনো উত্তর না পেলেও সিরিজের সব প্রক্রিয়া ঠিকঠাক মতো করছে বিসিবি। দুবার করোনা পরীক্ষা করে ক্রিকেটারদের হোটেলে উঠিয়েছে। সেখান থেকে জৈব বলয়ে থেকে অনুশীলন করছেন মুস্তাফিজরা। অবশ্য করোনা নেগেটিভ হওয়ার পরও শরীরে উপসর্গ থাকায় ১১ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। ২৭ ক্রিকেটারের বাকি ১৬জন গত দুদিন ধরে অনুশীলন করছেন। মুস্তাফিজ দলের সঙ্গে অনুশীলন করছেন এক মাসের ওপর। শুরুতে শর্ট রান আপে, দুই-তিন স্টেপে বোলিং করে নিজেকে খেলার সঙ্গে মানিয়ে নিয়েছেন। এছাড়া খেলার বাইরে থাকলেও বোলিং গ্রিপ নিয়ে কাজ করেছেন। যাতে ইনসুইংটা আগের চেয়ে আরও বেশি ক্ষুরধার হয়, ‘করোনার আগে পেস বোলিং কোচ ওটিস গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিলেন। করোনাকালে সেটা নিয়ে আমি কাজ করেছি। এখন ভালো যাচ্ছে। তবে আরও কাজ করতে হবে। যাতে বল ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। যদি পুরোপুরি কাজটি করতে পারি, তাহলে ইনসুইংটা ভালো হবে।’

তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে মুমিনুল বাহিনীর ২৭ সেপ্টেম্বর কলম্বো যাওয়ার কথা। সিরিজকে সামনে রেখেই  জোর অনুশীলন চলছে টাইগাররা। 

সর্বশেষ খবর