মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কিংসের প্রস্তুতি ম্যাচ মালদ্বীপে

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘দুই ক্লাবই সাড়া দিয়েছে প্রীতিম্যাচ খেলতে। সবকিছু ঠিক থাকলে মধ্য অক্টোবরেই আমাদের মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক

কিংসের প্রস্তুতি ম্যাচ মালদ্বীপে

মালদ্বীপে এএফসি ক্লাব কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে ২০২০ সালের এ আসর বাতিল ঘোষণা করেছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। মালদ্বীপে ‘ই’ গ্রুপে বসুন্ধরার প্রতিপক্ষ ছিল স্বাগতিক দুই দল মার্জিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও টিসি স্পোর্টস এবং সঙ্গে ছিল ভারতের চেন্নাই এফসি। এএফসি কাপ বাতিল ঘোষণা করায় চ্যাম্পিয়নরা মালদ্বীপ সফরে যেতে পারেনি। কোনো প্রতিযোগিতায় নয় আসন্ন ঘরোয়া ফুটবলে প্রস্তুতি হিসেবে সেখানে দুটি ম্যাচ খেলবে কিংস। প্রতিপক্ষ মার্জিয়া ও টিসি স্পোর্টস। এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘দুই ক্লাবই সাড়া দিয়েছে প্রীতিম্যাচ খেলতে। সবকিছু ঠিক থাকলে মধ্য অক্টোবরেই আমাদের মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

ইমরুল জানান, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। গত মৌসুমে আমাদের দলে যেসব স্থানীয় খেলোয়াড় ছিলেন তারাই মূলত থাকছেন। সে সঙ্গে নতুন বিদেশি হিসেবে দুই ব্রাজিলিয়ান রবিন হো ও ফার্নান্দেজের সঙ্গে ১ বছরের চুক্তি করা হয়েছে। এশিয়ান কোটা হিসেবে ইরানি ডিফেন্ডার খালেদ শাফির সঙ্গেও চূড়ান্ত আলোচনা হয়েছে। আগামী মাসে ৩৩ বছর বয়স্ক এ ফুটবলার ঢাকা এলেই চুক্তি করা হবে। এ তিনজন ঘরোয়া আসরে খেলবেন। আর্জেন্টিনার বারকোসের সঙ্গে কিংসের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। মূলত তখনই ঘরোয়া আসর শুরু হবে। বারকোস রাজি থাকলে তার সঙ্গেও নতুন চুক্তি হবে। খেলোয়াড় নেওয়া অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। এখন তাদের পারফরম্যান্স যাচাই করতে মালদ্বীপের দুই শীর্ষস্থানীয় দলের সঙ্গে প্রীতিম্যাচে অংশ নিতে চাই।’

সর্বশেষ খবর