বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শুটিংকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

কথা রেখেছেন ইন্তেখাবুল হামিদ। রবিবার শুটিং স্পোর্ট ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেদিনই মহাসচিব অভিজ্ঞ সংগঠক ইন্তেখাবুল হামিদ বলেন, আমাদের আর বসে থাকার সময় নেই। এ ঐতিহ্যবাহী খেলাকে এগিয়ে নিতে ২/৩ দিনের মধ্যে নতুন কমিটি আলোচনায় বসবে। শেষ পর্যন্ত তাই হলো, নতুন অ্যাডহক কমিটি দুদিনের মাথায় বৈঠকে বসল। যা ক্রীড়াঙ্গনে বিরল ঘটনায় বলা যায়।

সভাপতি ও মহাসচিব দ্বন্দ্বে শুটিংয়ে অচলাবস্থা নেমে এসেছিল। ক্রীড়াপরিষদের দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগের সভাপতিকে বাদ দিয়ে নতুন কমিটি হয়েছে। এখন ফেডারেশনে অস্থিরতা কাটবে তা মনে করে সচেতন ক্রীড়ামহল। গতকাল বৈঠক জুড়েই ছিল কিভাবে শুটিংয়ে হারানো গৌরব ফিরিয়ে আনা যায়। সভা শেষে নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার সাংবাদিকদের জানান, অ্যাডহক কমিটির দায়িত্ব সীমিত সময়ের জন্য। তবে যতদিন থাকি আমাদের মূল লক্ষ্য থাকবে শুটিংয়ের উন্নয়ন। হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। ২০২১ অলিম্পিক গেমসে ওয়াইল্ডকার্ড পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু পছন্দের রাইফেল না থাকায় শুটারদের বেগ পেতে হচ্ছে। আমদানি করা রাইফেল নিয়ে যে জটিলতা রয়েছে তা দূর করা হবে।

সর্বশেষ খবর