বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

‘টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আমি আনন্দিত। চেষ্টা করব নিজের সেরাটা ঢেলে দিতে।’

সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

‘টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আমি আনন্দিত। চেষ্টা করব নিজের সেরাটা ঢেলে দিতে।’

অনুশীলনে ব্যস্ত সাইফুদ্দিন। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে

৬ মাস ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দী ছিলেন টাইগার ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পুরোদমে শুরু হয়েছে অনুশীলন। ২৭ ক্রিকেটার জৈব বায়োবলে থেকে অনুশীলন করছেন। তিন ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন টেস্ট ওপেনার সাইফ হাসান ও ট্রেনার নিক লি। দুজনেই এখন করোনামুক্ত। কিন্তু নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ডান হাতি পেসার আবু জায়েদ রাহী। রাহী ছাড়া বাকি সব ক্রিকেটারই এখন করোনামুক্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু হয় ২১ সেপ্টেম্বর। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দলের সঙ্গে যোগ দিয়ে উৎফুল্ল সাইফুদ্দিন গতকাল অনুশীলন শেষে বলেন, ‘টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আমি আনন্দিত। চেষ্টা করব নিজের সেরাটা ঢেলে দিতে।’ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ক্রিকেটে অভিষেক। একই বছর ওয়ানডে অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তিন বছর ধরে সাদা বল ও লাল পোশাকে খেলছেন, কিন্তু টেস্ট খেলা হয়নি।

 টিম ম্যানেজমেন্ট চাইছেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাইফকে নিয়ে পেস অ্যাটাক সাজাতে। যদিও ব্যাক পেইনের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন সাইফুদ্দিন। ইনজুরি নিয়ে চিন্তিত অলরাউন্ডার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ব্যাক পেইন ক্যারি করছি। ৬/৭ মাস ধরে ক্রিকেট খেলছি না। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে চেষ্টা করব ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনতে।’

সর্বশেষ খবর