শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্থগিত হয়ে যাচ্ছে সিরিজ!

ক্রীড়া প্রতিবেদক

স্থগিত হয়ে যাচ্ছে সিরিজ!

‘টাস্কফোর্স থেকে করোনাবিষয়ক গাইডলাইন পেয়েই সেটা পাঠিয়ে দেবে বিসিবিকে। সেই নির্দেশনা বিসিবি মানলে সিরিজ হবে। না হলে স্থগিত করতে হবে।’

মুমিনুল, মুশফিক, তামিমসহ ২৭ ক্রিকেটারের গতকাল চতুর্থ ধাপে করোনা পরীক্ষার কথা ছিল। পরীক্ষা না করে স্থগিত করেছে। পরীক্ষা কবে করাবে নিশ্চিত করেনি। এমনকি স্থগিত করার ব্যাখ্যাও দেয়নি। কারণ না জানালেও টাইগার ক্রিকেটারদের জৈব বলয়েই থাকতে হচ্ছে। এদিকে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শর্ত নিয়ে আগের অবস্থানে অনড় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দেশটির শক্ত অবস্থানের ফলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কোয়ারেন্টাইন ইস্যুতে দেশটির কভিড টাস্কফোর্স ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিলে তিন টেস্ট ম্যাচ সিরিজটি শেষ মুুহূর্তে স্থগিত হয়ে যেতে পারে। দ্বীপরাষ্ট্রের বোর্ডে সিইও অ্যাশলি ডি সিলভার মন্তব্যে তেমনই আভাস মিলেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্থগিতাদেশ নিয়ে কিছু বলেনি। এসএলসির সিইও দেশটির মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানিয়েছেন, ‘কভিড টাস্কফোর্সের গাইডলাইনের অপেক্ষায় রয়েছে এসএলসি। টাস্কফোর্স থেকে করোনা বিষয়ক গাইড লাইন পেয়েই সেটা পাঠিয়ে দেবে বিসিবিকে। সেই নির্দেশনা বিসিবি মানলে সিরিজ হবে। না হলে স্থগিত করতে হবে। তখন দুই বোর্ড আলোচনা করে আগামী বছর বা পরের বছর আয়োজনের চিন্তাভাবনা করবে।’ এসএলসির সিইওর মন্তব্য স্পষ্ট, বল তাদের কোর্টে নেই। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিষয়টি এখন পুরোপুরি দেশটির সেনাবাহিনীর কভিড টাস্কফোর্সের হাতে। যদি কোনো কারণে সিরিজ বাতিল হয়ে যায়, বিসিবি পুরোপুরি প্রস্তুতি  নেবে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে। 

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা ছিল টাইগারদের। কিন্তু করোনা সংক্রমণে স্থগিত হয়ে পড়ে সিরিজ। ক্রিকেটে ফিরতে মরিয়া ক্রিকেটাররা ঈদুল আজহার আগে থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেন। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর শুরু হয় দলগত অনুশীলন। ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়ে জৈব বলয়ে হোটেলে উঠিয়ে দেয়। ২৭ সেপ্টেম্বর সিরিজ খেলতে যাওয়ার পরিকল্পনা ছিল টাইগারদের। কিন্তু গত ১০/১২ দিনে হঠাৎ করেই সিরিজের সিনারিও পাল্টে গেছে। শ্রীলঙ্কায় করোনা নিয়ন্ত্রণ করতে দেশটির সরকার দায়িত্ব তুলে দিয়েছেন সেনাবাহিনীকে। কভিড টাস্কফোর্স পূর্ণ নিয়ন্ত্রণ নেওযার পর করোনা নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশের ক্রিকেটাদের সফর নিয়ে তারা জানিয়ে দেয়, ১৪ দিনের ঘরবন্দী কোয়ান্টোইনে থাকতে হবে টাইগার ক্রিকেটারদের। বিসিবি এসব শর্ত মানতে রাজি হয়নি। কোয়ারেন্টাইনে অনুশীলনের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। এর উত্তর এখনো দেয়নি। পরশু রাতে এসএলসির সিইও জানিয়েছেন, দেশটির কভিড টাস্কফোর্সের গাইড লাইনের বাইরে যেতে পারবে না তারা। এতে করেই সিরিজ স্থগিতের পথে হাঁটছে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের এখনো উত্তর দেয়নি। এখন একটি বিষয় পরিষ্কার, তারা আমাদের  গাইডলাইন পাঠালেও মানা, না মানার বিষয়টি আমাদের ওপর। যদি তাদের শর্তগুলো সিরিজ আয়োজনে বাধা হয়, তখন সিরিজ স্থগিতের বিষয়টি আসবে। এখনই কিছু বলা ঠিক হবে না।’

বিসিবি সিইও না বললেও, আজ ক্রিকেট অপারেশন্স কমিটি জরুরি সভায় বসবে সিরিজের ভবিষ্যৎ নিয়ে। কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, কঠিন কোয়ারেন্টাইন শর্ত মেনে শ্রীলঙ্কায় খেলতে যাবে না বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর