শিরোনাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বন্ধুর জন্য মেসির কষ্ট

ক্রীড়া ডেস্ক

বন্ধুর জন্য মেসির কষ্ট

লুইস সুয়ারেজ বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকোতে যোগ দেওয়ায় যেন ভেঙে পড়েছেন লিওনেল মেসি। প্রিয় বন্ধুর প্রস্থান মানতে তার কষ্ট হচ্ছে। বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই ঘোষণা দেন, তার পরিকল্পনায় সুয়ারেজ নেই। এরপর মেসির বার্সা ছাড়তে চাওয়া এবং অনেক নাটকীয় ঘটনা। শেষ পর্যন্ত মেসি বার্সাতেই থাকছেন আরও এক বছর। কিন্তু সুয়ারেজ ক্লাব ছেড়েছেন।

বার্সেলোনার ইতিহাসে সুয়ারেজ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। এমন একজন ফুটবলারকে বার্সেলোনা এভাবে ছুড়ে ফেলবে এটা কিছুতেই মানতে পারছেন না মেসি। ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘তোমাকে অন্য জার্সিতে দেখতে বা মাঠে মুখোমুখি হতে কেমন যেন লাগবে! ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তোমার ইচ্ছে মতো বিদায়টা প্রাপ্য ছিল তোমার। যেভাবে তোমাকে ক্লাব থেকে বের করে দিল ওরা, এটা তোমার প্রাপ্য ছিল না কোনোভাবেই। সত্যি কথা বলতে কি সাম্প্রতিক যা কিছু হচ্ছে তাতে আমি আর অবাক হই না।’

মেসি বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই আভাস পাচ্ছিলাম এমন কিছু হতে যাচ্ছে, আজ ড্রেসিংরুমে গিয়ে সত্যিটা বুঝলাম। তোমার সঙ্গে প্রতিদিন কাটাতে না পারা কী কঠিনই না হবে! সেটা মাঠে যেমন, মাঠের বাইরেও তেমন। তোমাকে আমি খুবই মিস করব। কতগুলো বছর, কত লাঞ্চ, ডিনারের স্মৃতি, প্রতিটি দিন একসঙ্গে কাটানোর স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না।’

নতুন ক্লাবে প্রিয় বন্ধু যাতে ভালো করতে পারে সেজন্যও শুভকামনা জানিয়েছেন মেসি, ‘নতুন যাত্রায় তোমার জন্য শুভকামনা। তোমাকে খুব ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। খুব শিগগিরই দেখা হবে, বন্ধু।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর