শিরোনাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
জয়তু শেখ হাসিনা অনলাইন দাবা

পিছিয়ে পড়লেন রাজিবরা

ক্রীড়া প্রতিবেদক

পিছিয়ে পড়লেন রাজিবরা

জয়তু শেখ হাসিনা অনলাইন দাবায় দ্বিতীয় দিনেই হোঁচট খেলেন বাংলাদেশের খেলোয়াড়রা। অনেকটাই পিছিয়ে গেছেন স্থানীয় গ্র্যান্ডমাস্টাররা (জিএম)। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নিজেকে এককভাবে শীর্ষে তুলে এনেছেন ইন্দোনেশিয়ার জিএম সুসান্ত ম্যাগারান্তো। তিনি ছয় রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভিয়েতনামের এনগুয়েন এবং ভারতের দিপ্তায়ন ঘোষ। দুজনেই পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

ছয় রাউন্ড শেষে বাংলাদেশের খেলোয়াড়রা অবস্থান করছেন দশের নিচে। প্রথম দিন শীর্ষে থাকা বাংলাদেশের জিএম এনায়েত হোসেন রাজীব গতকাল দুই রাউন্ডে পয়েন্ট হারিয়ে নেমে গেছেন অনেকটা। যৌথভাবে (১১ জন) চতুর্থ স্থানে আছেন তিনি। তার সঙ্গে একই স্থানে আছেন বাংলাদেশের আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, তাইবুর রহমান ও আল আজাদ। এরা প্রত্যেকেই চার পয়েন্ট করে সংগ্রহ করেছেন। জিএম জিয়াউর রহমান সাড়ে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে পঞ্চমে আছেন। ভারতের দুই জিএম নারায়নান ও গুকেশ সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে যৌথভাবে তিন নম্বরে আছেন। তাদের সমান্তরালে আছেন আরও পাঁচজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন দেশের ৭৪ জন দাবারু নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ অনলাইন দাবা প্রতিযোগিতা। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা আয়োজন করেছে সাউথ এশিয়ান দাবা কাউন্সিল। আজই শেষ হচ্ছে সুইস লিগ পদ্ধতিতে চলমান নয় রাউন্ডের এ লড়াই। আগামীকাল জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর