শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভেট্টরিকে আনছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় সরাসরি টাইগারদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ড্যানিয়েল ভেট্টরির। কিন্তু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ভবিষ্যৎ ঝুলে পড়ায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও টাইগারদের স্পিন কোচ ভেট্টরিকে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিল বিসিবি। ২১ সেপ্টেম্বর শুরু মুমিনুলদের দলগত অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল স্পিন কোচের। সিরিজের ভবিষ্যৎ অন্ধকার বলে বিসিবি এখন তাকে আনতে চাইছে না। কারণ প্রতিদিন অনুশীলনে উপস্থিত থাকলে বিসিবির ভেট্টরিকে গুনতে হয় আড়াই হাজার ডলার। যেহেতু খেলা নেই, তাই বিসিবি ভেট্টরিকে এনে এত ডলার দেওয়ার পক্ষপাতী নয়- বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘সিরিজ নিশ্চিত হলে তখন দেখা যাবে। এখন যেহেতু খেলা নেই, তাই তাকে আনতে চাইছি না আমরা।’ ভেট্টরি না এলেও টাইগারদের অনুশীলনে অনেক আগেই যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি।

 

সর্বশেষ খবর