সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বাফুফের আইনি নোটিস

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। বাফুফের ভাষ্য, সমালোচনা হতেই পারে এটা তাদের ব্যক্তিগত অভিমত। কিন্তু কুরুচিপূর্ণ মিথ্যাচার, মানহানিকর, আক্রমণাত্মক ও অপমানজনক পোস্ট, ভিডিও বার্তায় বাফুফেকে হেয় করা হচ্ছে। একটি জাতীয় ফেডারেশনকে নিয়ে এ ধরনের অপমানজনক বক্তব্য নিন্দাদায়ক। তাদের সামাজিক যোগাযোগে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারে। বাফুফে তাদেরকে লিগ্যাল নোটিস দিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম এইচ তানভীর বাফুফের পক্ষে এ লিগ্যাল নোটিস জারি করেছেন। নোটিস গ্রহীতাগণ হচ্ছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং ওয়েবসাইট ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও পরিবেশন করছেন তারা। লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়েছে যদি মিথ্যাচার থেকে বিরত না থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর